এআই প্রযুক্তি ব্যবহার করে নিজের ডিজিটাল অবয়ব বা কৃত্রিম সংস্করণ দিয়ে ইউটিউব শর্টসে কনটেন্ট তৈরির সুযোগ পেতে যাচ্ছেন নির্মাতারা। ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা নিল মোহন জানিয়েছেন, চলতি বছর থেকেই নির্মাতারা তাদের নিজস্ব চেহারা ও কণ্ঠস্বরের এআই সংস্করণ ব্যবহার করে শর্টস ভিডিও তৈরি করতে পারবেন।

ইউটিউবের বার্ষিক চিঠিতে নিল মোহন জানান, কনটেন্ট নির্মাণ প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরও গভীরভাবে যুক্ত করাই প্রতিষ্ঠানটির লক্ষ্য। তবে এই ‘এআই লাইকনেস’ ফিচারটি ঠিক কবে চালু হবে কিংবা এটি কীভাবে কাজ করবে, সে বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি। ইউটিউবের এক মুখপাত্র জানিয়েছেন, খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
এআই ফিচার বাড়াচ্ছে ইউটিউব
নিজস্ব এআই অবয়ব ব্যবহারের সুবিধার পাশাপাশি চলতি বছরে নির্মাতাদের জন্য একাধিক নতুন এআই-নির্ভর টুল চালু করার পরিকল্পনা করেছে ইউটিউব। এসব ফিচারের মধ্যে রয়েছে—টেক্সট প্রম্পটের মাধ্যমে এআই দিয়ে গেম তৈরি (বর্তমানে ক্লোজড বেটা পর্যায়ে), এআই ব্যবহার করে সংগীত নিয়ে পরীক্ষা-নিরীক্ষা, চ্যানেল পারফরম্যান্স বিশ্লেষণের জন্য এআই চ্যাটবট, স্বয়ংক্রিয় ডাবিং সুবিধা এবং শর্টসের জন্য এআই-জেনারেটেড ভিডিও ক্লিপ।
নিম্নমানের এআই কনটেন্টে কড়াকড়ি
তবে এআই দিয়ে তৈরি নিম্নমানের ও একঘেয়ে কনটেন্ট, যাকে অনেকে ‘এআই স্লপ’ বলে থাকেন, সে বিষয়ে সতর্ক ইউটিউব। নিল মোহন বলেন, নির্মাতাদের সৃজনশীল স্বাধীনতা বজায় রাখার পাশাপাশি দর্শকদের জন্য মানসম্মত অভিজ্ঞতা নিশ্চিত করাও ইউটিউবের দায়িত্ব। এ কারণেই স্প্যাম, ক্লিকবেইট ও নিম্নমানের কনটেন্ট ঠেকাতে বিদ্যমান মনিটরিং সিস্টেম আরও শক্তিশালী করা হচ্ছে।
শর্টসে যুক্ত হচ্ছে নতুন ফিচার
এআই লাইকনেস সুবিধার পাশাপাশি ইউটিউব শর্টস ফিডেও আসছে পরিবর্তন। চলতি বছর শর্টসে ছবি পোস্টসহ আরও নতুন কনটেন্ট ফরম্যাট সরাসরি যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


