জুন মাসে মুক্তি পেয়েছে আমিরের ‘সিতারে জমিন পর’ ছবিটি। মুক্তির পর থেকেই দর্শকমহলে রীতিমতো সারা ফেলে দিয়েছিল। দর্শক ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এই ছবিকে। সম্প্রতি ইউটিউবেও মুক্তি পেয়েছে এই ছবি। ‘সিতারে জমিন পর’ ওটিটিতে মুক্তি না দেওয়ার সিদ্ধান্তে খানিক বিরক্তি তৈরি হয়েছিল দর্শকমহলে। তবে অনেকেই আমিরের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছিলেন। কিন্তু ওটিটিতে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার ফলে মোটা টাকা গুনতে হয়েছিল আমিরকে। জানেন ঠিক কত টাকা দিতে হয়েছিল তাঁকে?
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির বলেন, “ছবিটি ইউটিউবে মুক্তি দেওয়ার জন্য প্রথমে ৯৬ কোটি টাক নির্ধারিত হলেও আমার পার্টনার এই টাকাতে রাজি হয়নি।
পরবর্তীকালে আমার পার্টনারের সঙ্গে ছবিটি ইউটিউবে মুক্তি দেওয়ার জন্য আমাকে এর খরচ বাড়াতে হয়। এবং তারই ফলস্বরূপ আমাকে প্রায় ১২২-১৩১ কোটি টাকা খরচ করতে হয়েছে। ইউটিউবে ছবিটি দর্শক খুবই উপভোগ করছে।
উল্লেখ্য, এই ছবি মুক্তির আগে এক সাক্ষাৎকারে আমির বলেছিলেন, “আমি চলচ্চিত্র জগতের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমি জানি এটা একটা বড় ঝুঁকি, এর সঙ্গে অনেকটা অর্থ বিনিয়োগের মতো বিষয় জড়িয়ে রয়েছে কিন্তু আমি এই ঝুঁকি নিতে চাই।
কারণ আমি চাই যে দর্শক ছবিটি সিনেমা হলে গিয়ে দেখুক। আমি আমার ছবি ও আমার দর্শকের প্রতি অগাধ ভরসা রাখি।” অন্যদিকে বাণিজ্য বিশ্লেষক কোমল নাহতা জানিয়েছিলেন, আমির নাকি এই ছবির ১২০ কোটি টাকার ডিজিটাল স্বত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। কারণ তিনি দর্শককে সিনেমাহলমুখো করতে চান।