বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : গত বছর ইউটিউব টিভির ব্যবহারকারীদের জন্য মাল্টিভিউ ফিচার চালু হয়। এবার অ্যান্ড্রয়েডের জন্য ইউটিউব টিভির মাল্টিভিউ ফিচার আনছে গুগল। এই ফিচারের মাধ্যমে একসঙ্গে একাধিক ভিডিও চালানো যাবে এবং ভিডিওগুলো একইসঙ্গে সিনক্রোনাইজ করা যাবে।
প্রযুক্তিবিষয়ক একাধিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আগামী কয়েক মাসের মধ্যেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য চালু হবে ইউটিউব টিভির মাল্টিভিউ ফিচার। এর আগে আইফোন ও আইপ্যাডের জন্য এই ফিচার আনার ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
মাল্টিভিউ ফিচারটি খেলাপ্রেমীদের জন্য একটি বড় আকর্ষণ। অনেক সময় পাশাপাশি দুটো খেলা দেখার সুযোগ মেলে না। কিন্তু এই ফিচারের মাধ্যমে তা সহজেই করা যাবে। একসঙ্গে চারটি খেলা কিংবা শো দেখা যাবে।
সঙ্গী মারা গেলে কাক আর জোড়া বাঁধে না- এটা কি সত্য না মিথ্যা
এদিকে প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, নেটফ্লিক্স ও প্রাইম ভিডিওকে টেক্কা দিতে স্ট্রিমিং পরিষেবায় ইউটিউব মাল্টিভিউ ফিচারে গুরুত্ব দিচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।