ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব এখন শুধু বিনোদনের মাধ্যম নয়, আয়েরও অন্যতম বড় উৎস। প্রতিদিন কোটি কোটি মানুষ এই প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকেন। তবে সমস্যাটা হয় তখনই, যখন ইন্টারনেট সংযোগ থাকে না বা নেটওয়ার্ক স্লো হয়ে যায়। অনেক সময় মাঝপথে ভিডিও স্ট্রিমিং বন্ধ করে দিতে হয়। কিন্তু জানেন কি—ইন্টারনেট ছাড়াই ইউটিউব ভিডিও দেখা সম্ভব?
আসলে ইউটিউব এমন কিছু ফিচার ও সুবিধা দিয়েছে যার মাধ্যমে অ্যান্ড্রয়েড কিংবা আইফোন—দুই প্ল্যাটফর্মেই সহজে অফলাইনে ভিডিও দেখা যায়। চলুন দেখে নেওয়া যাক, কোন ৩টি উপায়ে ইন্টারনেট ছাড়াই ইউটিউব ভিডিও উপভোগ করা সম্ভব।
১. ইউটিউব প্রিমিয়াম
আপনি যদি ইউটিউব প্রিমিয়ামের সদস্য হন, তবে খুব সহজেই ভিডিও ডাউনলোড করে পরে অফলাইনে দেখতে পারবেন। এজন্য আলাদা কোনো অ্যাপ বা সফটওয়্যার দরকার নেই। শুধু সাবস্ক্রিপশন কিনলেই ইউটিউবের অফিশিয়াল অ্যাপ থেকেই ভিডিও সেভ করে যেকোনো সময় ইন্টারনেট ছাড়াই দেখা সম্ভব।
২. থার্ড পার্টি অ্যাপ
ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য নানা থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করা যায়। যেমন—4K Video Downloader পিসি ও ম্যাকের জন্য বেশ জনপ্রিয় একটি অ্যাপ। এর মাধ্যমে নাটক, সিনেমা বা গান ডাউনলোড করে রাখতে পারবেন এবং পরে ইন্টারনেট ছাড়াই উপভোগ করতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে যেন অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও থেকে অ্যাপটি ডাউনলোড না করেন।
৩. ইউটিউব অ্যাপের ডাউনলোড অপশন
ইন্টারনেট ছাড়াই ভিডিও দেখার সবচেয়ে সহজ উপায় হলো ইউটিউব অ্যাপের ডাউনলোড ফিচার ব্যবহার করা। যেকোনো ভিডিওতে গেলে নিচে ডাউনলোড আইকন দেখা যাবে। সেটিতে ক্লিক করে ভিডিওর কোয়ালিটি বেছে নিলে ডাউনলোড হয়ে যাবে। পরে অ্যাপের ডাউনলোড সেকশন থেকে ইন্টারনেট ছাড়া ভিডিও দেখা যাবে।
তাই আর দুশ্চিন্তা নয়—ভালো মানের নেটওয়ার্ক না থাকলেও এখন সহজেই প্রিয় ভিডিও দেখা সম্ভব ইউটিউবের এই ফিচারগুলো ব্যবহার করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।