বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন খবর। ইউটিউবে ক্লিকবেট শিরোনাম ও তার সঙ্গে থাম্বনেলের কোনও মিল থাকলে আজই সেই সমস্ত ভিডিও ডিলিট করে দিন। জানেন কী বিপদ অপেক্ষা করছে ৷
ইউটিউবে খুলেই আজকাল বিভ্রান্তিকর থাম্বলেন চোখে পড়ে। অনেক সময়ে দেখা যায় কনটেন্টের সঙ্গে হেডলাইন ও থাম্বনেলের কোনও মিল নেই ৷ এই ধরনের বিভ্রান্তিমূলক ভিডিও থেকে রেহাই মিলতে চলেছে ৷ বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব। শিগগিরই এই ধরনের ভিডিও ডিলিট করা হবে।
ইউটিউব বিভ্রান্তি মূলক কনটেন্টের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে সংস্থাটি ৷ সম্প্রতি ‘ক্লিকবেট’ শিরোনাম এবং থাম্বনেইল-সহ ভিডিও আপলোডের প্রবণতা বেড়েছে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ৷ বিশেষ করে সংবাদ এবং সাম্প্রতিক কালের ঘটনাকে কেন্দ্র করে ইউটিউবে একাধিক এই ধরনের কনটেন্ট আপলোডের প্রমাণ মিলেছে ৷ সেই সমস্ত ভিডিও সরিয়ে দেওয়া হতে পারে ইউটিউবের তরফে।
আগামী মাস থেকে ইউটিউব এই সমস্যা মোকাবিলায় কঠোর হচ্ছে। ইউটিউবের নতুন নীতি লঙ্ঘন করে কোনও ভিডিও কনটেন্ট ক্রিয়েটররা আপলোড করলে সেগুলো খতিয়ে দেখে স্ট্রিমিংপ্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হবে ৷ তবে প্রথমবার কোনও কনটেন্ট ক্রিয়েটর ইউটিউবে এই ধরনের ভিডিও আপলোড করতে তাকে স্ট্রাইক করা হবে না ৷
ক্লিকবেট শিরোনাম কিক আউট
ক্লিকবেট শিরোনাম এবং থাম্বনেইলগুলো প্রথমে দর্শক টানলেও পড়ে দর্শকরা হতাশ হন কনটেন্টে প্রবেশ করে। ভিডিয়োতে ক্লিক করার জন্য মানুষকে বিভ্রান্ত করে। এটি কেবল সময়ই নষ্ট করে না বরং প্ল্যাটফর্মের প্রতি আস্থাও কমিয়ে দেয় ৷ ইউটিউবের তরফে দাবি করা হয়েছে, ব্রেকিং নিউজ, বর্তমান ঘটনার ভিডিও থাকায় এই সমস্যা আরও বেড়ে গিয়েছে । কারণ, নাগরিকরা প্রায়শই গুরুত্বপূর্ণ মুহূর্তে সময়োপযোগী এবং সঠিক তথ্য পেতে ইউটিউবেও আজকাল বেশি সার্চ করেন ৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।