বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : টিকটকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চালু করা সংক্ষিপ্ত ভিডিও আপলোড প্ল্যাটফর্ম শর্টস ইউটিউবকে ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করেন ইউটিউবের জ্যেষ্ঠ কর্মীরা। দ্য ফিন্যানশিয়াল টাইমসের বরাতে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তি বিষয়ক সাইট দ্য ভার্জ।
প্রতিবেদনে বলা হয়, স্বল্প দৈর্ঘ্যের ভিডিও প্ল্যাটফর্ম শর্টস টিকটকের মতোই জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এর কারণে ইউটিউবের মূল ভিডিওগুলোর দর্শকপ্রিয়তা কমছে। এ ছাড়া শর্টসের কারণে আয়ের বড় মাধ্যম বিজ্ঞাপন কমতে শুরু করেছে।
শর্টসে বিজ্ঞাপন দেখানো কঠিন। এ ছাড়া অনেক কন্টেন্ট ক্রিয়েটর এখন শর্টসের প্রতি গুরুত্ব দিচ্ছেন। ফলে ইউটিউবে বেশি দৈর্ঘ্যের ভিডিও আপলোড কমছে। যেখানে বেশি দৈর্ঘ্যের মূল ভিডিওর প্রতিটিতে আরও বিজ্ঞাপন দেখানো সম্ভব।
ইউটিউবের জ্যেষ্ঠ কর্মীরা জানান, সম্প্রতি ইউটিউবের বিজ্ঞাপনী আয় হ্রাস পেয়েছে। এখন শর্টস থেকে বিজ্ঞাপন কীভাবে পাওয়া যায় তা নিয়ে ভাবা হচ্ছে। তবে এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে, কারণ শর্টসের সঙ্গে মিলিয়ে ছোট আকারের বিজ্ঞাপন দেওয়া সহজ নয়। ব্যবহারকারী যাতে বিরক্ত না হয় সে বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে ইউটিউবকে। ফলে আয় বাড়াতে দীর্ঘ ভিডিওর বিকল্প নেই বলে মনে করেন তাঁরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।