আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণের ফলে ক্ষতিগ্রস্থ দেশগুলোর জন্য ৫০ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা তহবিল ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড (আইএমএফ)। এ প্রসঙ্গে সংস্থাটি হুঁশিয়ারিও দিয়েছে যে, চলতি বছরে করোনার প্রাদুর্ভাব এরইমধ্যে বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গত বছরের তুলোনায় বেশ নিচের দিকে ঠেলে দিচ্ছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) আন্তর্জাতিক বার্তা সংস্থা বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিসট্যালিনা জরজিয়েভার উদ্ধৃতি উল্লেখ করে এতে বলা হয়, বিশ্বের প্রায় ৭০টির মত দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব সৃষ্টি হয়েছে যা উৎপাদন ও বাণিজ্যিক খাতে ব্যাপক প্রভাব ফেলছে। চলতি সপ্তাহে বিশ্বব্যাপী সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকগুলো এই ভাইরাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সফল পদক্ষেপ নেয়ার যথাসাধ্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
আইএমএফ বলছে, দরিদ্র ও মধ্যম আয়ের দেশগুলোকে মহামারিটির প্রতিক্রিয়া জানাতে সহায়তা করার জন্য এই তহবিল থেকে অর্থ সহযোগিতা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। তবে সংস্থাটি শঙ্কা প্রকাশ করে জানিয়েছে যে, করোনভাইরাসটির প্রসার এ বছরের শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রত্যাশাগুলো নস্যাত করে দিয়েছে এবং ২০০৮ সালের পর বিশ্বব্যাপী সবচেয়ে বড় আর্থিক সংকটের সম্ভাবনা সৃষ্টি করেছে।
ক্রিসট্যালিনা বলেন, ২০২০ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির হার এরই মধ্যে নিম্নমুখী হয়ে পড়েছে এবং তা কতটা পতনের দিকে ধাবিত হবে সে সম্পর্কে এখনই কোনো অনুমান করা যাচ্ছে না।
তবে এই পরিস্থিতি চলতে থাকলে বৈশ্বিক সংকট প্রবল হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এছাড়া তিনি স্ব স্ব দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর গচ্ছিত অর্থের যোগান আসন্ন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রাখতে এবং তা করোনা সংক্রমণের দ্বারা যেন বিনষ্ট না হয় সে ব্যাপারে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখতে বিশ্বের প্রতিটি রাষত্রের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।