Advertisement
পুঁজিবাজার ডেস্ক : সিমেন্ট খাতের লাফার্জ হোলসিম লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০৯ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার(০৫মার্চ)ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এই তথ্য প্রকাশ করেছে।
এতে বলা হয়, বিদায়ী বছরে আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১দশমিক ৫০ টাকা। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ দশমিক ৯৫ টাকায়।
ঘোষিত লভ্যাংশ শেয়ার হোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৭ মে অনুষ্ঠিত হবে। আর লভ্যাংশ বিতরণে শেয়ারহোল্ডার নির্বাচনে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ এপ্রিল।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel