স্পোর্টস ডেস্ক : ভারতের জোড়া বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিং। তার ছয় বলে ছয় ছক্কার ঝড় এখনও লোকের স্মৃতিতে। ভারতের হয়ে জিতেছেন ২০০৭ টি-টোয়েন্টি এবং ২০১১ ওয়ানডে বিশ্বকাপ। যুবরাজ জানালেন ক্রিকেট কোচ হিসেবে ক্যারিয়ার গড়তে চান তিনি।
সৌরভ গাঙ্গুলী থেকে রাহুল দ্রাবিড়, গৌতম গম্ভীর বা জহির খান ভারতের অনেক সাবেক ক্রিকেটারকেই কোচ হিসেবে ডাগআউটে দেখা গেছে। রাহুল দ্রাবিড় ভারতের জাতীয় দলের বর্তমান কোচ।
নিজের ক্রিকেট একাডেমির উদ্বোধনে কলকাতায় এসেছিলেন যুবরাজ। সেখানে তিনি বলেন, ‘আমার দুই বাচ্চা এখনো ছোট। ওরা আরও একটু বড় হলে, স্কুলে যেতে শুরু করলে আমি অনেকটা সময় পাব। আমি নিজেও বাচ্চাদের সঙ্গে কাজ করতে ভালোবাসি। আইপিএলেও কাজ করতে ইচ্ছুক। সুযোগ পেলেই কোচিং শুরু করব।’
নিজের ক্রিকেট একাডেমি ‘যুবরাজ সিং সেন্টার অফ এক্সিলেন্স’ নিয়েও উচ্ছ্বসিত যুবরাজ। নিজের স্বপ্নের প্রকল্প নিয়ে বলেন, ‘ক্রিকেট থেকে অবসর নেওয়ার অনেক আগে থেকেই একাডেমি গড়ে তোলার পরিকল্পনা ছিল। ভারতীয় দলে সুযোগ পেতে হলে সেরা মঞ্চ হলো ঘরোয়া ক্রিকেট। সেখানে পারফর্ম করার জন্য অনুশীলন খুব জরুরি। তাই এই উদ্যোগ নেওয়া হলো।’
এদিকে টেলিগ্রাফে যুবরাজ জানান, রিংকু সিংকে বর্তমান স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে সেরা বাঁ-হাতি ব্যাটসম্যান মনে করেন তিনি। রিংকুকে দেখলে তার নিজের কথাও মনে পড়ে বলেন যুবরাজ। ‘সে (রিংকু) বর্তমানে স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে সেরা বাঁ-হাতি ব্যাটসম্যান। তাকে দেখলে আমার নিজের কথা মনে পড়ে। সে জানে কখন আক্রমণ করতে হবে। চাপের মধ্যে দারুণ খেলে। আমাদের ম্যাচ জেতাতে পারে। আমি তা কোন চাপে ফেলতে চাই না। তবে আমার বিশ্বাস তার সেই প্রতিভা ও স্কিল আছে আমি যেটা করতাম তা করার।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।