বিনোদন ডেস্ক : যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মার সম্পর্ক নিয়ে তীব্র গুঞ্জন তৈরি হয়েছে। একদিন হাওয়ায় ভাসছে তাঁদের বিচ্ছেদের গুঞ্জন, অন্যদিকে বাবা হতে চলেছেন চাহাল, সামনে আসছে এই বিষয়টিও। তবে কোনটা সত্যি, কোনটা মিথ্যে, এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কাপল। নেটিজেনদের একাংশের কথায়, তাঁরা হয়তো জীবনের নতুন অধ্যায়ে পা রাখছেন।
যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মা অন্যতম ফেভারিট কাপল। কিন্তু, সম্প্রতি তাঁরা আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বিচ্ছেদ গুঞ্জনের জন্য। নিজের নামের পর থেকে ‘চাহাল’ পদবি সরিয়ে দিয়েছেন ধনশ্রী। এবার ইনস্টাগ্রামে উল্লেখযোগ্য মন্তব্য করেছেন যুজবেন্দ্র।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পোস্ট করেছেন। যেখানে লেখা ‘New Life Loading’। আর এই ইন্টাগ্রাম পোস্ট দেখার পরেই চিন্তায় মগ্ন ভক্তরা। যুজবেন্দ্র কি এই পোস্টের মাধ্যমে নতুন জীবনে পা রাখার ইঙ্গিত দিচ্ছেন? তা ভালো না খারাপ? উঠছে প্রশ্ন। উল্লেখ্য, ২০২০ সালে ২২ ডিসেম্বর প্রথম ইনস্টাগ্রামে নিজের বিয়ের ছবি পোস্ট করেন যুজবেন্দ্র চাহাল। তাঁর স্ত্রী ধনশ্রী বর্মা একজন সেলিব্রিটি ডান্সার। তাঁর সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যাও নেহাত কম নয়। মাঝের মধ্যেই স্ত্রী ধনশ্রীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন যুজবেন্দ্র। তাঁদের ‘কাপল গোল’-ও বলা হয়।
একদিকে যখন ভক্তমহলের একাংশ খারাপ কিছুর ইঙ্গিত করছে, সেই সময় অপর অংশ কিন্তু বেশ খুশি। তাঁদের ধারণা এই কাপল হয়তো শীঘ্রই বাবা-মা হতে চলেছেন। যদিও এখনও পর্যন্ত চাহাল বা ধনশ্রী এই বিষয়ে মুখ খোলেননি কেউ। কিন্তু, ইতিমধ্যেই নেটপাড়ায় তুমুল হইচই এক নেটিজেন বলেছেন, “ওঁদের সন্তান পৃথিবীর আলো দেখতে চলেছে নিশ্চই। তাই বোধহয় নতুন জীবন শুরুর কথা বলছেন।” নেটপাড়ার অপর এক বাসিন্দা লিখেছেন, হয়তো খুব শীঘ্রই তাঁদের জীবনে নতুন কেউ আসছে। সন্তান এলে পুরো জীবনটাই বদলে যায় বাবা-মার জন্য।
নামের পাশ থেকে চাহাল পদবি সরানো নিয়ে বিস্তর কৌতুহল তৈরি হয়েছে। নিজেদের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনওকালেই কোনও রাখঢাক করেননি ধনশ্রী। সেক্ষেত্রে আচমকাই কেন চাহাল পদবি সরানোর সিদ্ধান্ত? তবে কি সুখের সংসারে কোথাও গিয়ে ফাটল ধরেছে? প্রশ্ন ভক্তদের। যদিও এই নিয়ে ধনশ্রীর তরফে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি। উল্লেখ্য, তিনি নিজেও একজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব। সেলেব কোরিওগ্রাফার হিসেবে নামডাক রয়েছে ধনশ্রীর। তাঁর সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।