নায়িকা জাহারা মিতুর বইয়ের মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের

জাহারা মিতু-ওবায়দুল কাদের

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা জাহারা মিতুর বইয়ের মোড়ক উন্মোচন করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলায় তার ‘প্রেমিকার নাম কবিতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

মিতুর বই প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘শত সেতুর উদ্বোধনের পর এবার শত কবিতার মোড়ক উন্মোচন করলাম। জানতাম মিতু একজন নায়িকা। এবার জানলাম, সে ভালো লেখকও। আমরা চাই শিল্পচর্চার সঙ্গে যারা জড়িত আছেন, তারা যেন জ্ঞানচর্চার সঙ্গেও জড়িত থাকে।’

মন্ত্রীকে পাশে পেয়ে উচ্ছ্বসিত মিতু বলেন, ‘আমার প্রথম চলচ্চিত্রের মহরতে তিনি পাশে ছিলেন, আমার প্রথম কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচনও তার হাত ধরেই। আমার সবচাইতে প্রিয় ব্যক্তিত্ব, আদর্শ, শ্রদ্ধাভাজন তিনি। সরকারের অবকাঠামোগত বিপ্লব যার হাত ধরে তিনিই আমাদের প্রিয় মানুষ। তার হাত ধরেই শত সড়কের পর শত কবিতার উদ্বোধন হয়েছে। আমি চিরকৃতজ্ঞ মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট।’

বইটিতে এক শটি কবিতা বন্দি করেছেন মিতু। প্রকাশ পেয়েছে দেশ পাবলিকেশন্স থেকে। কাব্যগ্রন্থের প্রচ্ছদ করেছেন মিনতি রায়। মোড়ক উন্মোচনের সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, চিত্রনায়িকা কেয়াসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

খোলামেলা শর্ট ড্রেসে সমস্ত সীমা অতিক্রম করলেন সোনাক্ষী