মাহির পোস্টে জাহারা মিতুর ‘রহস্যময়’ মন্তব্য

মাহিয়া মাহি-জাহারা মিতু

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। পরিবারিক কিংবা ইন্ডাস্ট্রি সম্পর্কিত কিছু ঘটলেই তিনি জানান দেন ভক্তদের। এ কারণে খবরের শিরোনামেও জায়গা করে নেন।

মাহিয়া মাহি-জাহারা মিতু

এইতো কিছুদিন আগেই ফেসবুকে স্বামী রাকিব সরকারের একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করে ‘আলহামদুলিল্লাহ’ লিখেছিলেন নায়িকা। এর পেছনে অবশ্য তার প্রতি স্বামীর অসীম ভালোবাসার কথা জানিয়েছিলেন মাহি।

এদিকে শনিবার দিবাগত রাত ১২টার দিকে ফেসবুকে অন্য এক স্ট্যাটাসে ‘আলহামদুলিল্লাহ’ লেখেন মাহি। স্ট্যাটাসটি মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের। একইভাবে দৃষ্টি পড়ে ঢাকাই সিনেমার অভিনয়শিল্পীদেরও। আর সেই পোস্টে মাহিকে ‘রহস্যময়ী নারী’ বলে মন্তব্য করলেন অভিনেত্রী জাহারা মিতু।

মাহি ফেসবুকে পোস্ট দেয়ার কিছুক্ষণ পরই মন্তব্যের ঘরে মিতু লেখেন, ‘দুই দিন পর পর আলহামদুলিল্লাহ বলে, আর কিছু বলে না। রহস্যময়ী নারী।’

মিতুর এই মন্তব্য হাস্যরসাত্মকভাবে নিয়েছেন নেটিজেনরা। মন্তব্যটিতে অধিকাংশই হা হা রিঅ্যাক্ট দিয়েছেন তারা। তবে এতে পাল্টা কোনো জবাব দেননি চিত্রনায়িকা মাহি।

সালমান খান খুবই অশালীন: পাক অভিনেত্রী