স্পোর্টস ডেস্ক : এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছেন বাংলাদেশের অ্যাথলেট জহির রায়হান। ৪০০ মিটার ইভেন্টের হিটে প্রথম হওয়া জহির সময় নেন ৪৮.৮৪ সেকেন্ড।
ইরানের তেহরানে শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় হয়েছে এই ইভেন্ট। যদিও দেশের অ্যাথলেটিকসের ইতিবাচক এই সাফল্যের তথ্য ইরানে থেকেও জানাতে ব্যর্থ হয়েছেন অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব।
ঢাকা থেকে সেটি জানিয়েছেন ফেডারেশনের এক্সিকিউটিভ অফিসার আবু তালহা।
তিনি জানান, ‘ইমরানের (দ্রুততম মানব ইমরানুরের) সঙ্গে আমার কথা হয়েছে। ইমরান নিশ্চিত করেছেন ৪০০ মিটার চারটি হিট হয়েছে। প্রতি হিটের দুই জন সরাসরি ফাইনালে খেলবে। সেই হিসেবে জহির আগামীকাল ৪০০ মিটারে ফাইনালে অংশগ্রহণ করবে।’
কাজাখস্থানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে গত বছর বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান ৬০ মিটার স্প্রিন্টে সোনা জেতেন। এবার এই আসর ঘিরে বাংলাদেশের সবার নজর। সেবার ইমরানুরের সঙ্গে গিয়েছিলেন দ্রুততম মানবী শিরিন আক্তার। রবিবার দুজনই ট্র্যাকে নামবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।