বিয়ের সাজে জাহির-সোনাক্ষীর রোম্যান্টিক মুহূর্তে ছবি ভাইরাল

সোনাক্ষী সিনহা ও জাহির

বিনোদন ডেস্ক : গত সাত বছর ধরে সম্পর্কে জড়িয়েছিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। সেই সম্পর্ক গত ২৩ জুন এ তারকা জুটি আইনি মোতাবেক বিয়েতে পরিণত করেছেন। এর পর বিয়ের রিসেপশনের আয়োজন করা। এ তারকা জুটির বিয়েতে ছিল না কোনো ধর্মীয় আচার। বিয়ের পর সোনাক্ষী ধর্ম পরিবর্তন করবেন না বলেও জানিয়েছিলেন জ়াহির ইকবালের বাবা।

 সোনাক্ষী সিনহা ও জাহির

বিয়ের পর গণমাধ্যমে সোনাক্ষীর ছবি ভাইরাল হয়েছে, সেখানে তিনি লেখেন ‘২০১৭ সালের ২৩ জুন, সাত বছর আগে একে অপরকে চোখে হারিয়েছিলাম। এই ভালোবাসাকে শুদ্ধ রূপ দিয়েছিলাম। এই ভালোবাসাকে বাঁচিয়ে রেখেছিলাম। আজ সেই ভালোবাসা আমাদের সব বাধা পার করে এই জায়গায় নিয়ে এসেছে…। আমাদের নিজ নিজ দেবতার (ঈশ্বর-আল্লাহ) আশীর্বাদে… আমরা এখন স্বামী- স্ত্রী।’

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন সূত্রে জানা যায়, দীর্ঘ সাত বছরের প্রেম অবশেষে পরিণত হয় ২৩ জুন বিবাহবন্ধনের মাধ্যমে। এতে বাঁধা পড়েছেন জাহির ইকবাল ও সোনাক্ষী সিনহা। আইনি বিয়ের পর গণমাধ্যমে প্রথম ছবি শেয়ার করেছিলেন সোনাক্ষী। এরপর মঙ্গলবার সামনে এলো জাহির-সোনাক্ষীর বিয়ের ফটোশুটের বেশ কিছু ছবি। এর মধ্যে এই ছবিতে জাহিরের কপালে চুম্বন এঁকে দিতে দেখা গেল সোনাক্ষীকে। আর একে অপরকে হাত মুষ্ঠিবদ্ধ করে ধরেছিলেন তারা।

সোনাক্ষী ও জাহিরের এই ফটোশুট শুধুই লাল-সাদার কম্বিনেশন দেখা গেছে। জাহিরের পরনে ছিল সাদা শুট আর সোনাক্ষীর পরনে লাল বেনারসি। নতুন বউ সোনাক্ষীর কপালে গাল ঠেকিয়ে তার হাত বুকের কাছে টেনে ধরতে দেখা গেল জাহিরকে। অনেক দিনের ভালোবাসাকে এভাবে কাছে পেয়ে আবেগে একে অপরের চোখ যেন বুঝে এসেছিল।

এর আগে জাহির ইকবাল ও সোনাক্ষী সিনহার বিয়ে নিয়ে কম বিতর্ক হয়নি। ভিন্নধর্মে বিয়ে নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল— বিয়ের পর সোনাক্ষী ধর্ম বদলাবেন কিনা! কিন্তু নাহ, বর-কনে কেউই যেন নিজেদের ধর্ম বদলাবেন না, তা আগেই জানিয়েছিলেন জাহিরের বাবা। তবে রিসেপশন লুকে সবাইকে চমকে দেন সোনাক্ষী। লাল বেনারসি, সিঁথিতে চওড়া সিঁদুর আর হাতে আলতা লাগিয়ে সনাতন ধর্মীয় নববধূর চিরন্তন বেশে ধরা দেন সোনাক্ষী।

উল্লেখ্য, একসময় বলিউড তারকা ভাইজানখ্যাত সালমান খানের সঙ্গেও নাম জড়িয়েছিল সোনাক্ষী সিনহার। এ খবরও ছড়িয়ে পড়ে গণমাধ্যমে যে, সালমানকে বিয়ে করেছেন অভিনেত্রী। সোনাক্ষী সিনহার সঙ্গে বিয়ে হয়েছিল সালমান খানের। দুবাইয়ে গিয়ে নাকি চুপিসারে তারা বিয়েও করেছেন। এমন খবরে ছড়িয়ে পড়তেই চোটেছিলেন এ বলিউড অভিনেত্রী।

সামাজিকমাধ্যমে তিনি পাল্টা জবাব দেন, ‘আপনারা কি এতই বোকা! কোনটা আসল ছবি আর কোনটা নকল— সেটি কি দেখে বোঝা যায় না?’

সালমান সম্পর্কে সোনাক্ষী আরও বলেছিলেন, পেশাদার সম্পর্কের বাইরেও সালমানের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। অভিনয়ে আসার আগে থেকে ওকে আমি চিনি। আমাদের দুজনের পরিবারের মধ্যে বহুদিনের পরিচয়। সহ-অভিনেতা নয়, আমাদের সম্পর্ক বন্ধুর মতো।

কবে বিয়ের পিঁড়িতে বসছেন জানালেন সোহিনী

সালমানের ছবিতেই সোনাক্ষীর প্রথম অভিনয় শুরু। অন্যদিকে সালমানের প্রযোজনা সংস্থার ছবিতে কাজ করে অভিনয়ের সফর শুরু হয় জ়াহির ইকবালের। এমনকি সালমানের বাড়ির এক অনুষ্ঠানেই প্রথম দেখা সোনাক্ষী ও জ়াহিরের। সেখান থেকেই তাদের বন্ধুত্ব ও প্রেম। ‘ডাবল এক্স এল’ ছবিতে জুটি বেঁধেছিলেন তারা।