বিনোদন ডেস্ক: একটা টিকিট কিনলে আরেকটা ফ্রি! এই অফারের মধ্য দিয়েই শুক্রবার (২ জুন) ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেল ভিকি কৌশল ও সারা আলি খান অভিনীত ছবি ‘জারা হটকে জারা বাঁচকে’। জানা গেছে, মুক্তির শুরুর দিনই ভালো ব্যবসা করেছে এই ছবিটি।
মূলত দুর্দান্ত বিজনেস স্ট্রাটেজিতে ভর দিতেই সকলকে অবাক করে দিল ‘জারা হটকে জারা বাঁচকে’। তাইতো ছবির নামের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই ছবি দেখতে গিয়ে একদম ‘হটকে’ অফার পেয়েছেন দর্শকরা। যার প্রেক্ষিতে ছবি দেখতে হলমুখী দর্শকরা।
বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে ভারতজুড়ে প্রায় ৫.৪৯ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে ছবিটির। সপ্তাহ শেষেও জারি থাকছে একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি অফার, ফলে ছবির আয় যে লাফিয়ে বাড়বে তা আর বলার অপেক্ষা রাখেনা।
বক্স অফিস বিশেষজ্ঞ তরণ আদর্শ ছবির প্রথম দিনের কালেকশন নিয়ে টুইট করে লেখেন, ‘প্রথম দিন ‘জারা হটকে জারা বাঁচকে’ ভালো শুরু করল, যারা বলেছিল এই ছবি প্রথম দিন ২ কোটির গণ্ডিও পার করবে না, তাদের মুখ বন্ধ হয়ে গিয়েছে। একটা টিকিট কিনলে আরেকটা ফ্রি, এই অফার নিঃসন্দেহে ছবির আয় বৃদ্ধিতে সহায়ক হয়েছে, পাশাপাশি টিকিটের মূল্য অপেক্ষাকৃত সাশ্রয়ী। শুক্রবার আয় করেছে ৫.৪৯ কোটি টাকা’।
তরণ আদর্শ আরও জানান, জাতীয় মাল্টিপ্লেক্স চেইন থেকেই এই ছবি ৩.৩৫ কোটি টাকার ব্যবসা হেঁকেছে প্রথম দিন। রবিবার রাত পর্যন্ত টিকিট সংক্রান্ত অফার জারি থাকায় শুরুর তিনদিন ভালো ব্যবসা করবে এই ছবি, এমনটাই আশাবাদী এই ট্রেড অ্যানালিস্ট।
এদিকে ছবি মুক্তির আগে এর প্রচারণায় ইঞ্চি পরিমাণও ছাড় দেননি ভিকি এবং সারা। লক্ষ্মণ উতরেকর পরিচালিত এই ছবির জন্য ভিকি-সারা ছুটেছেন এক শহর থেকে আরেক শহরে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।