ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি জারিন খান

জারিন খান

অভিনেত্রী গুরুতর জ্বরে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের এক হাসপাতালে ভর্তি রয়েছেন।

জারিন খান

‘বীর’ অভিনেত্রী গুরুতর জ্বরে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের এক হাসপাতালে ভর্তি রয়েছেন বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

সম্প্রতি নিজের অসুস্থতার কথা ভক্তদের জানাতে ইনস্টাগ্রাম স্টোরিতে হাসপাতালের কক্ষে নিজের একটি ছবি শেয়ার করেন জেরিন। ছবিতে স্যালাইন লাগানো অভিনেত্রীর জীর্ণ হাত দেখা গেছে।

নিজের অসুস্থতা খবর জানানোর পাশাপাশি ভক্ত-অনুরাগীদের ডেঙ্গুর বিস্তার রোধে সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানান অভিনেত্রী।

এছাড়া মশামুক্ত পরিবেশ বজায় রাখা, মশা নিরোধক ব্যবহার এবং সুরক্ষামূলক পোশাক পরার ওপরও গুরুত্ব দেন জারিন।

জারিন খান

ছবিতে হ্যাশট্যাগ দিয়ে লেখেন, “লাইফ আপডেট।”

সম্প্রতি মুম্বইয়ে ডেঙ্গু প্রকোপ বেড়েছে। সেখানকার স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে, চলতি মাসের প্রথম সপ্তাহে মুম্বাইয়ে ১৫৭ জন আক্রান্ত হয়েছে ডেঙ্গুতে। ১৩ অগাস্ট সেই সংখ্যা বেড়ে হয়েছে ৩১৭।

২০১০ সালে ‘বীর’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন জারিন। সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।

যে কারণে সালমান খানকে চড় মেরেছিলেন প্রভাবশালীর মেয়ে

এছাড়াও ‘হাউসফুল ২’, ‘হেট স্টোরি ৩’, ‘১৯২১’ সিনেমাতে কাজ করেছেন জারিন।