বিয়ের পরীক্ষায় পাশ করলো জায়েদ খান

Jayed Khan

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে জায়েদ খান নামটি শুনলেই মানুষের মুখে মুচকি হাসি আসে। জায়েদ খান আমাদের সবার প্রিয় নায়ক। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয় তার বিভিন্ন মজার কর্মকান্ড। হয়তো ‘জায়েদ খানের বিয়ে’ নাটকটির  নামকরণ করা হয়েছে সেই ট্রেণ্ডকে ফলো করে কিন্তু নাটকের জায়েদ খান এবং বাস্তবের জায়েদ খানের মধ্যে কোন সাদৃশ্য নেই। নাটকের জায়েদ খানকে দেখানো হয়েছে এক মানবিক চরিত্রে যিনি বিয়ে করতে চাচ্ছেন না কিন্তু কেউ জানেন না কারণ কী।

এলাকার প্রভাবশালী খান পরিবারের একমাত্র ছেলে বিয়ে করবেন না কথাটা শুনেই আপনারাও হয়তো চিন্তা করতেছেন তার বাবা-মা আত্মীয়-স্বজন তাকে বিয়ে দেওয়ার জন্য কি পরিমান প্যারা নিতেছেন। গল্পটা আসলে সেরকমই।

জায়েদ খানের বিয়ে
নাটকে হাডুডু খেলার দৃশ্য

জায়েদ খানকে বিয়ে করানোর জন্য তার বাবা-মা, বন্ধু- বান্ধব, আত্মীয়-স্বজন সর্বোচ্চ চেষ্টা করতেছে কিন্তু কেন বিয়ে করছেন না, আবার বিয়ে করতে রাজি হলে কেনইবা বিয়ে ভেঙ্গে যাচ্ছে এবং শেষ পর্যন্ত কি বিয়ে করতে পেরেছেন জায়েদ খান? এমনই গল্পে সামাজিক এক বাংলা নাটক নাটক ‘জায়েদ খানের বিয়ে’। নাটকের নাম শুনে কমেডি নাটক মনে হলেও গল্পটি আসলে অন্যরকম।

অভিনয়ে: আখম হাসান, সিনি স্নিগ্ধা, রিসা চৌধুরী, মাসুম বাশার , মিলি বাশার , রেশমা আহমেদ , শফিক খান দিলু, দিশা মনি, সিমান্ত আহমেদ, ইমরান হাসো, অনুভব মাহবুব , আবু সাঈদ খান সহ আরও অনেকে।
চিত্রনাট্য ও পরিচালনা: মিজানুর রহমান রাহুল । গল্প: ইউসুফ চৌধুরী ।স্ক্রিপ্ট: আহসান হাবীব সকাল।

সম্পূর্ণ নাটকটি দেখলে বর্তমান সময়ের অন্যতম সেরা এক বাংলা নাটক মনে হবে।। বর্তমান সময়ে ইউটিউবে অন্যান্য নাটক থেকে একটু আলাদা করে এক মানবিক জায়েদ খানকে দেখতে পাবেন। এখানে ক্লিক করে নাটকটি দেখুন।