বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেতা জায়েদ খান। নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ড দিয়ে আলোচনায় থাকাই যেন তার পছন্দ। তবে বেশ কয়েক মাস হয় ডিগবাজির সুবাদে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। একাধিক অনুষ্ঠানে ও প্রচারণায় ডিগবাজি দিতে দেখা গেছে তাকে। বিদেশে অনুষ্ঠান করতে গিয়ে সেখানেও ডিগবাজি দিয়ে প্রবাসীদের মুগ্ধ করেছেন।
ডিগাবাজিকে জায়েদ খান নিজের সিগনেচার দাবি করে বলেন, এটা সিগনেচার স্টেপ। আমি বিভিন্ন দেশে শো করতে গেছি, এত কষ্ট করে নাচছি, খুশি না। দর্শকেরা শুধু ডিগবাজির জন্য চিৎকার দিতে থাকে। একটা জায়গায় ভুল করে ডিগবাজি দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছিলাম। সেটা যে এত ব্র্যান্ড হয়ে যাবে সেটা বুঝি নি। এটা এখন সিগনেচার হয়ে গেছে।’
কিছুদিন আগে রকস্টার জেমসের সঙ্গে লন্ডন গিয়েছেন জায়েদ খান। সেখানে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন’ নামে একটি অনুষ্ঠানে পারফর্ম করতেই লন্ডনে যাওয়া তাদের। খবরটি প্রায় সবারই জানা। নতুন খবর হচ্ছে লন্ডনের ওই অনুষ্ঠানে গিয়েও ডিগবাজি দিয়েছেন জায়েদ খান। ডিগবাজিরি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এক প্রবাসী। তাতে অনুষ্ঠানে হাজির হওয়া শত শত দর্শকরা করতালিতে জায়েদের ওই ডিগবাজি সাদরে গ্রহণ করতে দেখা যায়।
জানা গেছে জেমস ছাড়াও ওই আয়োজনে সংগীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী প্রীতম হাসান, সাব্বির জামান, দোলা, তৌহিদ আফ্রিদিসহ অনেকে। এই আয়োজনে বাংলাদেশি শিল্পীদের পাশাপাশি লন্ডনের প্রবাসী শিল্পীরাও অংশ নেবেন। এছাড়া ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’-এ আয়োজন অনুষ্ঠিত হয় বৃটেনের খোলা মাঠ মাইল এন্ড স্টেডিয়ামে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।