বিনোদন ডেস্ক : ঢাকার সাভারে একটি শো-রুম উদ্বোধনে আসলে ডিগবাজি খ্যাত নায়ক জায়েদ খানকে দুয়োধ্বনি দিয়ে স্বাগত জানিয়েছেন ভক্তরা। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৬ টার দিকে সাভারের নিউমার্কেটের “কিউ আউটফিট” নামের একটি শো-রুম উদ্বোধনে এসে এই দুয়োধ্বনির শিকার হন তিনি ।
মার্কেট ব্যবসায়ীরা জানান, আজ ৪ টার দিকে সাভারের নিউমার্কেটের “কিউ আউটফিট” নামের একটি শো-রুমের উদ্বোধনে আসার কথা ছিল তার। তিনি সাভারে ৫ টা ৪৫ মিনিটে এসে পৌঁছেন। এদিকে প্রায় দেড় ঘণ্টারও বেশি অপেক্ষা করছিলেন ভক্তরা। ভক্তদের চাপে জায়েদ খান গাড়ি থেকে নামতে পারছিলেন না। গাড়িতে প্রায় ৫/৭ মিনিট বসে থাকার পরে তিনি নেমে যান।
এরপর পুলিশ ও মার্কেট কর্তৃপক্ষ নিরাপত্তা দিয়ে তাকে মার্কেটের ভিতরে নিয়ে যান। ভিতরে নিয়ে যাওয়ার সাথে সাথে ভক্তরা ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন। পরে দ্রুত তিনি শো-রুমের সামনে চলে যান। সেখানে গিয়ে শোরুম উদ্বোধন করেন তিনি।
এ ব্যাপারে জায়েদ খান বলেন, আমি সাভারে আসার কথা শুনে অনেক ভক্তরা দীর্ঘ সময় অপেক্ষা করেছেন। সকল ভক্তদের কাছে আমি কৃতজ্ঞ। সেখানে ভক্তদের সঙ্গে বেশি কথা বলার সুযোগ পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।