বিনোদন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে আয়োজন করা হয়েছে বাঙালিদের উৎসব ‘বাংলা কার্নিভাল ২০২৪’। শনিবার (২২ জুন) আলোকজ্জ্বল শহরটির আজমাইন ইন্ডিয়ান অ্যাশোসিয়েশন হলে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন জায়েদ খান।
দুবাইয়ে অবস্থান নিয়ে মুহূর্মুহু আপডেট দিতে দেখা যাচ্ছে এই নায়ককে। শনিবার স্টেজে উঠার আগে প্রীতম ও প্রতীক হাসানের সঙ্গে একটি ছবি দিয়ে জায়েদ লিখেছেন, ‘তিন ভাই, স্টেজে উঠার অপেক্ষায়!’
এরপরেও একাধিক ছবি ও ভিডিও ক্লিপ শেয়ার করেছেন জায়েদ। এরমধ্যে একটিতে গেল ঈদুল ফিতরে প্রকাশিত ‘বিড়ি খাইলে হয় ক্যানসার’-গানে পারফর্ম করতে দেখা যায় তাকে। অন্য একটি ক্লিপে উপস্থিত দর্শকের সাথে বাংলাদেশের জাতীয় পতাকা উড়াতে দেখা যায়।
তার আগের দিন শুক্রবার (২১ জুন) বিকালে রেডিসেন ব্লু ডেইরা, দুবাই ঈদ উৎসবে অংশ নেন জায়েদ। একের পর এক স্টেজ পারফর্ম নিয়ে জায়েদ আগেই জানিয়েছেন, শো নিয়েই বেশ ব্যস্ত সময় কাটছে। এই ব্যস্ততা বেশ উপভোগ করছি।
দুবাইয়ের এই আয়োজনে অংশ নিতে বৃহস্পতিবার (২০ জুন) ঢাকা ছাড়েন আলোচিত এই নায়ক। এই আয়োজনে চিত্রনায়ক জায়েদ খান, প্রতীক হাসান, প্রীতম হাসান ছাড়াও চিত্রনায়ক নিরব হোসেন, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, সংগীতশিল্পী মমতাজ, বাঁধন সরকার পূজা,অভিনেত্রী লামিয়া লাম, রাহা তানহা খান, কলকাতার নায়িকা ইধিকা পালসহ অনেকেই পারফর্ম করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।