বেসুরে গলায় গান গেয়ে ট্রলের শিকার জায়েদ খান

বিনোদন ডেস্ক : শখের বশেই সিনেমার নায়করা কখনো কখনো কণ্ঠে গান তোলেন! সিনেমাতে প্রচারণার কৌশল হিসেবেও এমনটা দেখা যায়। বলিউডের নায়ক সালমান খানকে হরহামেশায় গাইতে দেখা যায়! বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকেও মনের জ্বালা ছবিতে প্লেব্যাক করতে দেখা গিয়েছিল।

কিন্তু এর বাইরে কদিন পর পর বিভিন্ন সংবাদ মাধ্যমে গিয়ে জায়েদ খানের মতো প্রতিনিয়ত গান গাওয়ার নজির চোখে পড়েনি। নায়ক পরিচয়ের বাইরে শিল্পী সমিতির নির্বাচন কেন্দ্র করে জায়েদ খান বেশি পরিচিতি পেয়েছেন। গত কয়েকমাস যাবত বিভিন্ন টিভি চ্যানেলের অনুষ্ঠানে তাকে গান গাইতে দেয়া যায়।

এসব বেসুরে গলায় গান গাওয়া ফলে নিয়মিত ট্রলের শিকার হচ্ছেন জায়েদ খান। তবে এই নায়কের দাবী, মানুষ তার কণ্ঠে গান শুনে মজা পায়। একটি গণমাধ্যমে জায়েদ বলেছেন, তার সবকিছুতে মানুষের তুমুল আগ্রহ আছে। এ কারণে তিনি কিছু করলেও তাই নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়।

জায়েদ বলেন, শিল্পী সমিতির নির্বাচন, সিনেমা ঘিরে মানুষ অনেকদিন অধীর আগ্রহ নিয়েও আমার নতুন কিছু পাচ্ছে না। এর মধ্যে একাধিক টিভি শোতে গিয়ে গান গেয়েছিলাম। সেগুলো দেখে মজা পাচ্ছে। যেহেতু আমি একজন এন্টারটেইনার তাই মানুষদের এন্টারটেইন করতে আমিও আনন্দিত।

বুধবার রাতে একটি বেসরকারি সংবাদভিত্তিক টিভি চ্যানেলে উপস্থিত হয়ে নায়ক ফারুকের ‘সারেং বউ’ ছবির আবদুল জব্বারের বিখ্যাত গান ‘ওরে নীল দরিয়া’ গেয়ে ব্যাপক সমালোচিত হয়েছেন জায়েদ। ফেসবুক রিলস আকারে জায়েদের গাওয়া গানের ছোট একটি ক্লিপস শেয়ার করে রীতিমত মজা করছেন সবাই।

গানটি ফেসবুকে আপলোড হওয়ার পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত নয় হাজারের বেশি মন্তব্য চোখে পড়েছে। এছাড়া অসংখ্য মানুষ এই গানটি প্রোফাইলে শেয়ার করে জায়েদকে ট্রল করছেন। নেটিজনরা লিখছেন, বিখ্যাত এই গানটি বেসুরে গেয়ে জায়েদ এভাবে গেয়ে অপমান করলো।

মেহেদি হাসান নামে একজন লিখেছেন, গান শুইনা হিরো আলমের প্রতি কেন জানি শ্রদ্ধা জন্মাইলো। সাদিকুল ইসলাম নামে আরেকজন লিখেছেন, যোগ্যতাহীন কে যখন যোগ্য স্থানে বিবেচনা করার সংবাদ মাধ্যম আসলে রুচিত দুর্ভিক্ষে পড়েছে।

জায়েদের কণ্ঠে বেসুরে গানটি শুনে আকবর হায়দার মুন্না নামে নাটকের একজন প্রযোজক লিখেছেন, দোষ শুধু হিরো আলমের দোষ। সেই মন্তব্যে রিপ্লাই দিয়ে অভিনেতা নির্মাতা সহীদ নবী বলেছেন, কথা সত্য ভাইয়া। জায়েদ গান গাওয়ার সময় লিরিকস ভুল করেন। অভিনেত্রী শামীমা তুষ্টি সেই ভুল ধরে মন্তব্য করেন, রইসে পইরা পইরা?

দিব্যি দিয়ে বলো না, আমাদের সংসার হবে তো?