বিনোদন ডেস্ক : এবার তিনি টাঙ্গাইল উড়াল দিলেন হেলিকপ্টারে চড়ে। মডেল ও উপস্থাপিকা ইসরাত পায়েলের গ্রামের বাড়ি টাঙ্গাইল। তার কথাতেই সেখানে গেলেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। সেখানে একটি সেলুন উদ্বোধন করেছেন তিনি।
রবিবার (২৪ মার্চ) হেলিকপ্টারে চড়ে টাঙ্গাইল শহরে হাজির হন জায়েদ খান। সেখানে গিয়ে মি. কাট নামের একটি সেলুনের ফিতা কেটে উদ্বোধন করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন অভিনেতা ডি এ তায়েব ও ইসরাত পায়েল।
জায়েদ খান বলেন, ‘ইসরাত পায়েল আমার বোনের মতো। সে অনেকদিন ধরেই বলছিল টাঙ্গাইলে আসার কথা। সে কারণেই আসা। এখানে এত মানুষের উপস্থিতি দেখলাম যেটা চোখে পড়ার মতো। রোজা না হলে হয়তো এখানে ঢুকতেই পারতাম না মানুষের ভিড়ের কারণে।’
টাঙ্গাইলে আসার খবরে অনেক মেয়েরা দুঃখপ্রকাশ করেছেন কারণ রোজার কারণে তাদের প্রিয় নায়ককে দেখার ইচ্ছেটা অপূর্ণ থেকে গেছে।
উল্লেখ্য, আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে জায়েদ খানের ‘সোনার চর’ সিনেমা। বর্তমানে সিনেমার প্রচারণাতেই ব্যস্ত সময় পার করছেন জায়েদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।