‘জায়েদ খানের বিয়ে’ নিয়ে যা লিখলেন অভিনেতা নিজেই

Jayed Khan

বিনোদন ডেস্ক : নানাভাবেই আলোচনায় থাকেন ঢাকাই ছবির নেতা-অভিনেতা জায়েদ খান। তাঁর নানান সব কর্মকাণ্ড মেয়ে ভক্তরাও লুফে নেন। অন্যদিকে জায়েদও যেন বিয়ে করে ভক্তদের কষ্ট দিতে চাইছেন না!

Jayed Khan

এ কারণেই বোধহয় নাটুকে বিয়ের ব্যবস্থা! অন্তত একটি নাটকের নাম সেই কথাটাই মনে করিয়ে দেবে।

নাম ‘জায়েদ খানের বিয়ে’। দিন কয়েক আগে এটি প্রচারও হয়েছে। যদিও নাটকের জায়েদ খান এবং বাস্তবের জায়েদ খানের মধ্যে কোনও সাদৃশ্য নেই।

বিষয়টিতে বেশ মজাও পেয়েছেন জায়েদ খান। নিজেই তাঁর ফেসবুক প্রোফাইলে নাটকের পোস্টারটি শেয়ার করে লিখেছেন, ‘ইন্টারেস্টিং’।

এদিকে, নাটকে দেখানো হয়েছে জায়েদ বিয়ে করতে চাইছেন না, কিন্তু কী কারণে তিনি বিয়ে করতে চান না তা কেউ জানেন না। জায়েদ খানকে বিয়ে করানোর জন্য তার বাবা-মা, বন্ধু- বান্ধব, আত্মীয়-স্বজন সর্বোচ্চ চেষ্টা করছে, আবার বিয়ে করতে রাজি হলে কেনইবা বিয়ে ভেঙ্গে যাচ্ছে এবং শেষ পর্যন্ত জায়েদ বিয়ে করেন কিনা এমনই গল্পে নির্মিত এই নাটক।

নাটকটি নির্মাণ করেছেন মিজানুর রহমান রাহুল। গল্প লিখেছেন ইউসুফ চৌধুরী ও চিত্রনাট্য করেছেন আহসান হাবীব সকাল। এতে জায়েদের ভূমিকায় আছেন আ খ ম হাসান। তিনি জুমবাংলাডটকমকে জানান, নাটকটি নিয়ে বেশ সাড়া পাচ্ছেন।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে জান্নাতুল স্নিগ্ধা, রিসা চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, রেশমা আহমেদ, শফিক খান দিলু, দিশা মনি, সিমান্ত আহমেদ, ইমরান হাসো, অনুভব মাহবুব, আবু সাঈদ খানসহ আরও অনেকে।

সম্পূর্ণ নাটকটি দেখলে বর্তমান সময়ের অন্যতম সেরা এক বাংলা নাটক মনে হবে।। বর্তমান সময়ে ইউটিউবে অন্যান্য নাটক থেকে একটু আলাদা করে এক মানবিক জায়েদ খানকে দেখতে পাবেন। এখানে ক্লিক করে নাটকটি দেখুন