বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি গত ২৬ মার্চ তাদের স্টাডি রুমে মিটিং করেছে। ইলিয়াস কাঞ্চন ও নিপুণের নেতৃত্বে হওয়া সেই মিটিং অবৈধ উল্লেখ করে তাতে উপস্থিত ১১ জনকে উকিল নোটিশ পাঠিয়েছেন জায়েদ খান। জায়েদের পক্ষে এ নোটিশ পাঠিয়েছেন তার আইনজীবী তানভীর হোসেন খান।
নোটিশপ্রাপ্তরা হলেন, সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইমন সাদিক, দপ্তর ও প্রচার সম্পাদক আরমান, ক্রিড়া সম্পাদক মামনুন ইমন, কোষাধ্যক্ষ আজাদ খান, কার্যনির্বাহী সদস্য অঞ্জনা, কেয়া, জেসমিন আক্তার, অমিত হাসান, নাদের খান সেই নোটিশে নাম রয়েছে নিপুণ আক্তারেরও।
নোটিশে বলা হয়েছে, ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও সরকারি সাধারণ ছুটির দিনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মিটিং আয়োজন করা হয়েছে। এর উদ্দেশ্য অসৎ। সেইসঙ্গে তা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায়েরও লঙ্ঘন করেছে।
পরীমণির অসুস্থতার বিষয়ে যা জানালেন চয়নিকা চৌধুরী!পরীমণির অসুস্থতার বিষয়ে যা জানালেন চয়নিকা চৌধুরী!
২৬ মার্চের মিটিংয়ের কার্যবিবরণী বাতিল করে সকল নোটিশগ্রহিতাকে অনুরোধ করা হয়েছে যাতে নিপুণকে আর কোনো মিটিংয়ে অংশ নেয়ার সুযোগ না দেওয়া হয়। গত ১৪ মার্চ আপিল বিভাগের দেওয়া আদেশ অনুযায়ী নিপুণকে মিটিংয়ে না নেয়ার এই অনুরোধ করা হয়েছে নোটিশে।
একইসঙ্গে নোটিশ গ্রহিতাদের আগামী তিন দিনের মধ্যে এ ধরনের কার্যক্রম কেন করা হয়েছে তার লিখিত জবাব দিতে বলা হয়েছে। অন্যতায় আদালত অবমাননার অভিযোগে মামলা দায়ের করা হবে।
জায়েদ খানকে বলেন, ‘একের পর এক অন্যায় হয়েই চলেছে শিল্পী সমিতিতে। এত অন্যায় মেনে নেয়া যায় না। তাই নোটিশ পাঠিয়েছি।’
এ নোটিশের ব্যাপারে জানতে চাইলে কমিটির সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিক বলেন, ‘কোনো নোটিশ পাইনি৷ এসব নিয়ে চিন্তাও করছি না। শিল্পীরা দায়িত্ব দিয়েছেন, কাজ করে যেতে চাই। আদালতের কোনো নোটিশ আসলে তখন অবশ্যই বিবেচনা করবো।’
প্রসঙ্গত, চলচ্চিত্র শিল্পী সমিতির সর্বশেষ নির্বাচনে জায়েদ খান তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হলেও পপ্রতিদ্বন্দী প্রার্থী নিপুণ আক্তারের অভিযোগের ভিত্তিতে সেই ফল ভেস্তে যায়। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। যার সুরাহা এখনও হয়নি। তবে জায়েদ খানের অভিযোগ, বরাবরই আইন অমান্য করে সমিতির নানা কার্যক্রমে অংশ নিচ্ছেন নিপুণ।
শুধু সিনেমায় নয়, শিক্ষায়ও বলিউড তারকাদের পেছনে ফেলেছেন এই দক্ষিণী সুপাস্টাররা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।