নিজেকে ‘মিথ্যা’ প্রমাণ করে সায়ন্তিকার সঙ্গে জায়েদ

জায়েদ খানের সঙ্গে সায়ন্তিকা ব্যানার্জি

বিনোদন ডেস্ক : কিছু দিন আগেই গুঞ্জন ছড়ায়, চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে নতুন ছবিতে অভিনয় করবেন কলকাতার সায়ন্তিকা ব্যানার্জি। খবরটি নিয়ে বেশ হৈচৈ হয়। তবে জায়েদ অবশ্য বলেছিলেন, এমন কোনও প্রজেক্টে তিনি চুক্তিবদ্ধ হননি। কেবল কথাবার্তা হয়েছিল, তাও বহু আগে।

জায়েদ খানের সঙ্গে সায়ন্তিকা ব্যানার্জি

সপ্তাহ তিনেক পর সেই গুঞ্জনই সত্যি হয়ে ধরা দিলো। হ্যাঁ, একসঙ্গে সিনেমায় অভিনয় করছেন জায়েদ-সায়ন্তিকা। আজ বুধবার (৩০ আগস্ট) ঢাকায় এসেছেন নায়িকা। নিজেকে ‘মিথ্যা’ প্রমাণ করে তাকে ফুল দিয়ে বরণ করেও নিয়েছেন জায়েদ। এরপর তারা উড়াল দিয়েছেন কক্সবাজারের উদ্দেশ্যে। সেখানেই শুরু হচ্ছে শুটিং।

তিনি বলেন, ‘সায়ন্তিকা কিন্তু কলকাতার পরীক্ষিত, সফল নায়িকা। জিৎ, দেবের মতো তারকার সঙ্গে অনেক হিট ছবিতে কাজ করেছেন। তো তার সঙ্গে প্রথমবার কাজ করতে যাচ্ছি, এটা অবশ্যই ভালো লাগার বিষয়।’

কিন্তু তিন সপ্তাহ আগে তো জায়েদ বলেছিলেন, খবরটি সম্পূর্ণ মিথ্যা। সেই প্রসঙ্গে জানতে চাইলে কথা কিছুটা ঘুরিয়ে এই নায়ক বললেন, ‘আমি বলেছিলাম, এখনও চূড়ান্ত নয়। কথা চলছে। এরকম দশটা ছবির কথা চলতে পারে। তিন দিন আগে আমি লিখিতভাবে চুক্তিবদ্ধ হয়েছি।’

জায়েদ-সায়ন্তিকা জুটির এই সিনেমার নাম ‘ছায়াবাজ’। এটি পরিচালনা করছেন তাজু কামরুল। ছবিটি কবে নাগাদ মুক্তি পেতে পারে কিংবা বাংলাদেশের পাশাপাশি কলকাতার পর্দায় দেখা যাবে কিনা, এই সংক্রান্ত বিষয় নির্মাতা-প্রযোজক ভালো বলতে পারবেন বলে মন্তব্য করেছেন জায়েদ। তিনি আপাতত শুটিংয়ে মনোযোগ দিতে চান।

পাকাপাকি বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন রণজয় ও সোহিনী

অনেক দিন ধরেই জায়েদ খান অভিনীত কোনও সিনেমা মুক্তি পাচ্ছে না। তবে শিগগির এই খরা কাটবে বলে আশা করছেন তিনি। ইতোমধ্যে ‘বাহাদুরি’ ও ‘সোনার চর’ নামের দুটি সিনেমার কাজ শেষ করেছেন জায়েদ। এবার শুরু করলেন নতুন প্রজেক্ট। সংগঠন নিয়ে দৌড়ঝাঁপ, বিদেশ সফরের ফাঁকে কাজেও মুখর হতে চাইছেন এই নায়ক।