আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানোর ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বললেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে তিনি এ কথা বলেছেন। পাশাপাশি ট্রাম্পের নেতৃত্বে টেকসই শান্তি প্রতিষ্ঠায় কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন জেলেনস্কি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
জেলেনস্কি বলেছেন, শুক্রবার হোয়াইট হাউজের বৈঠকের আলোচনা সঠিকভাবে এগোয়নি। যা হয়েছে সেটা খুবই দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত। এখন সব কিছু স্বাভাবিক করার সময় হয়েছে।
জেলেনস্কির এই বক্তব্য প্রকাশের সময়টি বেশ কৌতূহলোদ্দীপক। এর কয়েকঘণ্টা আগে আচমকাই এক ঘোষণায় কিয়েভের জন্য সামরিক সহায়তা স্থগিতের কথা জানায় ওয়াশিংটন। গত শুক্রবার হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকে অপ্রত্যাশিতভাবে উত্তপ্ত বাক্যবিনিময় জড়িয়ে পড়েন দু নেতা। এক পর্যায়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেলেনস্কিকে তার আচরণের জন্য ক্ষমা চাইতে বলেন।
ওই পোস্টে জেলেনস্কি আরও বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে আমি ও আমার দল প্রস্তুত।
তার বক্তব্যে ইউক্রেনের জন্য মার্কিন সামরিক সহায়তা আকস্মিকভাবে বন্ধ হয়ে যাওয়া নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। এ পদক্ষেপের মাধ্যমে প্রকাশ্যে হোয়াইট হাউজের দীর্ঘদিনের ইউক্রেন নীতিতে ব্যাপক পরিবর্তন এনে প্রকাশ্যে মস্কোর প্রতি ঝুঁকে পড়ার প্রবণতা প্রকাশ করলেন ট্রাম্প।
কিছুদিন আগে হোয়াইট হাউজে নাজেহাল হওয়া ইউক্রেনীয় নেতা যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধিতে নিজের আগ্রহ প্রকাশ করে বলেছেন, ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় যুক্তরাষ্ট্র অনেক অবদান রেখেছে। আমরা সেজন্য কৃতজ্ঞ।
তিন বছরের যুদ্ধের অবসানে ইউক্রেনীয়রাই সবচেয়ে বেশি আগ্রহী উল্লেখ করে জেলেনস্কি বলেছেন, আমরা কেউ একটা অসীম যুদ্ধের আবর্তে আটকা পড়তে চাই না। টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যতদ্রুত সম্ভব আলোচনার টেবিলে ফিরে আসতে ইউক্রেন প্রস্তুত আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।