আন্তর্জাতিক ডেস্ক : পালটা হমালায় রাশিয়াকে কঠোর হুশিয়ারি দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়ার কাছ থেকে লিসিচানস্ক শহর ফিরিয়ে নেওয়া হবে।
শনিবার কিয়েভ থেকে এক ভিডিও বার্তায় এ প্রতিশ্রুতি দেন ইউক্রেনের প্রেসিডেন্ট। গত বছরের মাঝামাঝিতে শহরটি দখলে নেয় রুশ বাহিনী। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
জেলেনস্কি বলেন, ‘ওডেসা, সুমি এবং দখলকৃত লাইসিচানস্ক শহর ছাড়া ইউক্রেনকে কল্পনা করা যায় না।’
তিনি বলেন, ‘আমরা ওডেসাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছি। আসলে রাশিয়ান সরকার অধঃপতন ছাড়া আর কিছুই আনতে পারে না। আমরা ওডেসার নিরাপত্তা ফিরিয়ে আনবো।’
রুশ বাহিনীর গোলাবর্ষণ, রকেট, বোমা হামলা সত্ত্বেও সুমি অঞ্চলটি টিকে আছে বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।
তিনি বলেন, ‘লাইসিচানস্ক ছাড়া ইউক্রেনের লুহানস্ক অঞ্চল পরিপূর্ণ হয় না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।