আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনে কী ঘটছে তার সন্তানরা সে সম্পর্কে অবগত।
সিএনএন-এর ফরিদ জাকারিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে জেলেনস্কি এই মন্তব্য করেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমার বাচ্চারা নিশ্চিতভাবে জানে কি ঘটছে।যদিও তাদের এই জানা ভালো না খারাপ; সেটা আমি বুঝি না।
জেলেনস্কি বলেন, আমি তাদের যুদ্ধ নিয়ে কিছু বলিনি। তারা আমাকে বলেছে, ইউক্রেনে প্রচণ্ড যুদ্ধ চলছে।
ভলোদিমির জেলেনস্কি আরও বলেন, সৌভাগ্যবশত, আমাদের বাচ্চাদের কিছু বোঝাতে হবে না। কারণ, ভিডিও এবং খবরে তাদের প্রবেশ অধিকার রয়েছে। আমি দেখতে পাচ্ছি, সব ভিডিওতে তাদের প্রবেশ উন্মুক্ত।
রাশিয়া যা করছে তার কোনো ধরনের ভিডিও দেখতে শিশুদের নিষেধ করা উচিত নয় মন্তব্য করে জেলেনস্কি বলেন, আমার ছেলেকে এ বিষয়ে সচেতন হতে হবে। কারণ, আমার ছেলের ‘জীবিত’ থাকার অর্থ—ইউক্রেনের কিছু সেনা সদস্য তার জন্য নিজেদের জীবন উৎসর্গ করছে।
শান্তি চাইলে মানবিক ত্রাণ না পাঠিয়ে সমরাস্ত্র পাঠাচ্ছেন কেন?
জেলেনস্কি এবং ওলেনা জেলেনস্কা দম্পতির দুই সন্তান- এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
সন্তানদের সম্পর্কে জেলেনস্কি আরও বলেন, প্রথম দুই দিন আমরা যুদ্ধ সম্পর্কে মোটেও কথা বলিনি। তারা জানতে চায়নি, নিজেরাই চিন্তা করেছে।
ইউক্রেন বিজয়ী হবে সন্তানরা এমন আশা করছে উল্লেখ করে জেলেনস্কি বলেন, তারা ইউক্রেনের জন্য গর্বিত, খুব গর্বিত। আমাদের বিজয় তারা আন্তরিকভাবে উপভোগ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।