বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নতুন বছরের বার্তায় নিজ দেশের উৎপাদিত অস্ত্রের পরিমাণ দ্রুত বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। খবর বিবিসির।
এ বার্তায় জেলেনস্কি তার প্রতিশ্রুতি পুনরাবৃত্তি করে বলেছেন, কমপক্ষো আরও এক মিলিয়ন বা ১০ লাখ ড্রোন তৈরি করা হবে।
নতুন বছরের রাতে ইউক্রেনের দক্ষিণে ওডেসা এবং রুশ-নিয়ন্ত্রিত ডোনেৎস্ক অঞ্চলে হামলায় পাঁচজন নিহত হওয়ার সাথে নববর্ষের দিন রাতারাতি আরও লড়াই হয়েছিল।
নতুন বছরের রাতে রুশ সেনাদের সঙ্গে বেশ লড়াই চলে। ইউক্রেনের দক্ষিণে ওডেসা ও রুশ অধিকৃত দোনেৎস্ক অঞ্চলে হামলায় পাঁচজনের প্রাণ গেছে।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ তিন বছরে পড়তে চলল। এমন পরিস্থিতিতে বছরের শেষ দিন রোববার জেলেনস্কি বলেন, আগামী বছর শত্রুরা দেশীয় (অস্ত্র) উৎপাদনের রোষ অনুধাবন করতে পারবে।
তিনি বলেন, ২০২৪ সালে ইউক্রেন অতিরিক্ত এক মিলিয়ন ড্রোন উৎপাদন করবে। আমাদের পাইলটরা এফ-১৬ জেটের প্রশিক্ষণ নিচ্ছে। আমরা তাদের অবশ্যই আমাদের আকাশে দেখব। আমাদের শত্রুরা নিশ্চিতভাবেই দেখবে আমাদের আসল রোষ কেমন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।