আন্তর্জাতিক ডেস্ক : উত্তর-পূর্ব ইউক্রেনে রাশিয়ার আক্রমণ আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এমন আশঙ্কার কথা জানান।
জেলেনস্কি বলেন, কয়েক মাস ধরে হামলা জোরদার করেছে রুশ বাহিনী। বিশেষ করে ১০ মে থেকে খারকিভসহ ইউক্রেনের উত্তর–পূর্বাঞ্চলের সীমান্ত এলাকায় জোরালো হামলা চালানো হচ্ছে। যার ফলে দেড় বছরের মধ্যে তাদের সবচেয়ে বড় আঞ্চলিক এলাকা দখল করে নিয়েছে।
প্যারিসে অলিম্পিক গেমস চলার সময় ইউক্রেনে যুদ্ধ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সাক্ষাৎকারে জেলেনস্কি এই আহ্বান খারিজ করে দিয়ে বলেন, এই যুদ্ধবিরতি রাশিয়ার জন্য নতুন সুযোগ তৈরি করবে। এটি রাশিয়ার সেনা ও গোলাবারুদ আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে দিতে তাদের সময় ও সুযোগ করে দেবে।
তিনি বলেন, আমরাও চাই, যুদ্ধ থামুক। ইউক্রেনের জন্য ন্যায্য শান্তি প্রতিষ্ঠার মধ্য দিয়েই যুদ্ধ শেষ হোক।
জেলেনস্কি বলেন, ইউক্রেন পরিস্থিতি নিয়ে দ্রুত সমাধানে আসার জন্য পশ্চিমাদের পক্ষ থেকে চাপ রয়েছে। তবে নিজেদের জন্য যেটা ন্যায্য সমাধান, সেটাই করবে কিয়েভ।
পশ্চিমা মিত্রদের প্রতি আরও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও যুদ্ধবিমান পাঠানোর অনুরোধ পুনর্ব্যক্ত করে জেলেনস্কি বলেন, পশ্চিমা মিত্ররা অস্ত্র দিচ্ছে ঠিকই, তবে শর্ত জুড়ে দিচ্ছে, এসব অস্ত্র রাশিয়ার ভূখণ্ডে ব্যবহার করা যাবে না। আর এই শর্ত যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে বড় সুবিধা এনে দিচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।