আন্তর্জাতিক ডেস্ক : বছর ঘুরলেও থামছে না যুদ্ধ। ইউক্রেনে হামলার তীব্রতা আরো বাড়িয়েছে রাশিয়া। সাবেক সোভিয়েত দেশটিতে মস্কোর বিরুদ্ধে কিয়েভের সঙ্গে হাতে হাত মিলিয়ে পরোক্ষভাবে লড়াই করছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট। এমন পরিস্থিতিতে জল্পনা উসকে যৌথবাহিনীর কমান্ডারকে বরখাস্ত করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সিএনএন জানিয়েছে, রবিবার ইউক্রেনীয় যৌথবাহিনীর কমান্ডার মেজর জেনারেল অ্যাডওয়ার্ড মিখাইলোভিচ মোসকালভকে বরখাস্ত করেছেন জেলেনস্কি। গত মার্চে লেফটেন্যান্ট জেনারেল ওলেকজান্ডার পাভলিউকয়ের জায়গায় মোসকালভকে সামরিক প্রশাসনের প্রধান নিযুক্ত করা হয়েছিল। প্রবল যুদ্ধের মাঝে এমন পদক্ষেপ নেওয়ার কারণ কী, তা নিয়ে মুখ খোলেননি প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে জেনারেল মোসকালভের অপসারণ যথেষ্ট জল্পনা উসকে দিয়েছে।
বিশ্লেষকদের ধারণা, বিগত দিনে ইউক্রেনের প্রশাসন এবং সেনাবাহিনীর অন্দরে দুর্নীতি দমন অভিযান শুরু করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বাহিনীর একাধিক শীর্ষ কমান্ডারকে পদ থেকে সরানো হয়েছে আগেই। তবে মেজর জেনারেল অ্যাডওয়ার্ড মিখাইলোভিচ মোসকালভ আদৌ কোনো দির্নীতির সঙ্গে যুক্ত কি না, তা স্পষ্ট নয়। একাংশের ধারণা, যুদ্ধে আশানুরূপ ফল না পাওয়ার দরুন এই পদক্ষেপ হতে পারে।
উল্লেক্ষ্য, গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান ঘোষণা করে রাশিয়া। তারপর থেকে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধ চালাকালীন ইউক্রেন সফর সেরেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। সম্প্রতি কিয়েভ সফর করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিয়েভে তার সঙ্গে ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সব মিলিয়ে, নিকট ভবিষ্যতে যুদ্ধ কবে থামবে তা কিছুতেই স্পষ্ট নয়।
এদিকে এক বছর ধরে প্রবল যুদ্ধ করেও ইউক্রেন দখলে ব্যর্থ হয়েছে রাশিয়া। তাই মরিয়া হয়ে এবার নাকি জেলবন্দি অপরাধীদেরও যুদ্ধজয়ের কাজে লাগাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানা গেছে, ইউক্রেনে কর্মরত বিশেষ আধা সামরিক বাহিনীতে সদস্য সংখ্যা বাড়ানোর জন্য জেলবন্দি অপরাধীদের ক্ষমা করা হচ্ছে।
সূত্র : সংবাদ প্রতিদিন
বিশ্বভ্রমণ করেছেন হুইলচেয়ারে, করেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।