জুমবাংলা ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। কাতারের আমিরের পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে’ দোহা হয়ে লন্ডন পৌঁছাবেন সাবেক প্রধানমন্ত্রী। তাকে সরাসরি যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে নেওয়া হবে। এরপর সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা চলবে।
চিকিৎসার জন্য খালেদা জিয়ার এই বিদেশযাত্রা সামনে রেখে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সোমবার দুপুর ১২টা ২৭ মিনিটে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এই পোস্টে তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনা ও দেশের গণতন্ত্র বিনির্মাণে ভূমিকা রাখার আশাবাদের পাশাপাশি শেখ হাসিনা ও তার শাসনামলে মামলা ও নির্যাতন প্রসঙ্গে খালেদা জিয়ার নীরবতা নিয়ে কথা বলেন।
চিকিৎসার জন্য গত নভেম্বরে যখন বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সম্ভাবনা ছিল, তখন একটা সময়ে আসিফ নজরুল তার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে যান। সেসময় একান্তে কথা হয় কিছুক্ষণ।
ওই সময়ের আলাপ তুলে ধরে আসিফ নজরুল তার পোস্টে লিখেছেন, “বেগম জিয়া (সাক্ষাৎকালে) গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রশংসা করেন এবং অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেন। জানান সবসময় তিনি খবর রাখেন দেশের।”
আসিফ নজরুল বলেন, “আমি উনার স্বাস্থ্যের কথা, হাসিনা শাসনামলের দুঃসহ সময়ের কথা জানতে চাই। লক্ষ্য করি, তিনি একবারও শেখ হাসিনার নাম নিচ্ছেন না। অবশেষে সরাসরি জানতে চাই, এতো সাফার করলেন আপনি, শেখ হাসিনার ওপর রাগ লাগে না আপনার?”
“তিনি (খালেদা জিয়া) একটু নীরব থাকেন। তারপর ম্লান কণ্ঠে বলেন, ‘রাগ করে কী করবো বলেন! আল্লাহর কাছে বলি’।” জানান ড. আসিফ নজরুল।
এতে ‘অবাক’ হন তিনি (আসিফ নজরুল)। বলেন, “পনেরটা বছর শেখ হাসিনা কী জঘন্য ও অশ্লীল মিথ্যাচার আর নির্মম নির্যাতন করেছেন বেগম জিয়ার প্রতি (এবং একইসঙ্গে উনার দলের হাজার হাজার নেতাকর্মীকে)! অথচ একটা খারাপ শব্দও তিনি উচ্চারণ করলেন না শেখ হাসিনাকে নিয়ে।”
12 GB Ram নিয়ে বাজার কাঁপাতে আসছে Samsung Galaxy S25 সিরিজের স্মার্টফোন
উপদেষ্টা আসিফ নজরুল পোস্টে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে লেখেন, “আগামীকাল বেগম জিয়া চিকিৎসার জন্য যাচ্ছেন লন্ডনে। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসেন দেশে। আবার যেন ভূমিকা রাখতে পারেন বাংলাদেশের গণতন্ত্র আর অগ্রগতি বিনির্মাণে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।