রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারাল জিম্বাবুয়ে

zim

স্পোর্টস ডেস্ক : প্রথম দুই ম্যাচে পরাজিত হওয়ায় আগেই সিরিজ হেরে বসা জিম্বাবুয়ের সামনে ছিল হোয়াইটওয়াশ এড়ানোর সুযোগ। শেষ ওভারের রুদ্ধশ্বাস ম্যাচে তৃতীয় ও শেষ টি-২০তে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে তাতে সক্ষম হয়েছে স্বাগতিকরা।

zim

বুলাওয়েতে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) টসে জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তানিরা ৭ উইকেটে ১৩২ রানের পুঁজি পায়। জবাবে মাত্র এক বল বাকি থাকতে ৮ উইকেট হারিয়ে নাটকীয় জয় পায় জিম্বাবুয়ে। প্রথম দুই ম্যাচ জয় পাওয়া সফরকারীরা ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে।

পাকিস্তানের হয়ে সর্বাধিক ৩২ রান করেন অধিনায়ক আঘা সালমান। এছাড়া আরাফাত মিনহাস অপরাজিত ২২, তৈয়ব তাহির ২১, কাসিম আকরাম ২০, ও আব্বাস আফ্রিদি ১৫ রানের ইনিংস খেলেন। স্বাগতিকদের পক্ষে ব্লেসিং মুজারাবানি দুটি উইকেট দখল করেন।

রান তাড়ায় জিম্বাবুয়েকে উড়ন্ত সূচনা এনে দেন ব্রায়ান বেনেট ও টাডিওয়ানাশে মারুমানি। ৩.২ ওভারে তারা রান তোলেন ৪০ রান। তিন চারে ৬ বলে মারুমানি করেন ১৫ রান। বেনেট এক ছক্কা ও ছয় চারে ৩৫ বলে ৪৩ রান করেন। এই দুই ওপেনারের বিদায়ের পর দ্রুত পরের ৬ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে পাকিস্তান। ১৯ রানে ফেরেন অধিনায়ক সিকান্দার রাজা। মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থ হয়।

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রান। প্রথম দুই বলে জাহানদাদকে চার ও ছক্কা মেরে সমীকরণ সহজ করেন মাপোসা। এক বল পর মুসেকিওয়াকে ফিরিয়ে পাকিস্তানের আশা জাগান জাহানদাদ। তাতে কাজ হয়নি। ক্রিজে নামা রিচার্ড এনগারাভার সিঙ্গেলে জয়ের বন্দরে পৌঁছায় জিম্বাবুয়ে।