হ্যান্ড ব্যাগের ভেতর ভ..য়ংকর যে জিনিস রাখেন অভিনেত্রী স্বাগতা

Zinat Sanu Swagata

বিনোদন ডেস্ক : রাস্তাঘাটে অনেক সময় বখাটেদের উৎপাতের সম্মুখীন হতে হয় নারীদের। অনেকে নিরাপত্তার কথা ভেবে সঙ্গে ছোটখাট ধারালো জিনিস বহন করে। অভিনেত্রী জিনাত জানু স্বাগতাও আছেন এই দলে। নিজের ব্যগে ইলেকট্রিক শক মেশিন রাখেন।

Zinat Sanu Swagata

সম্প্রতি এক অনুষ্ঠানে এ কথা জানান স্বাগতা। তিনি বলেন, ‘নিজের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। এ জন্য আমি সব সময় প্রস্তুত থাকতে চাই।’

অনুষ্ঠানে উপস্থাপিকা তাকে প্রশ্ন করেন, এটি কখনও ব্যবহার করেছেন কি না। উত্তরে স্বাগতা জানান, এখনও প্রয়োজন হয়নি।

কদিন আগে লিভ ইন নিয়ে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছিলেন স্বাগতা। বিয়ের আগে এক বছর লিভ ইন করেছিলেন বলে জানিয়েছিলেন। বলেছিলেন, ‘আমি আর হাসান (স্বাগতার স্বামী) এক বছর লিভ টুগেদার করেছি। তারপর দু’জন দু’জনকে পার্টনার হিসেবে পছন্দ করেছি।’

আরও বলেছিলেন, ‘আমরা যখন লিভ টুগেদার করেছি, আমাদের দু’জনের বাবা-মায়ের পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না। এমনকি আমার ভাই-বোনও বলেছে, কেউ যুক্তরাজ্যে থেকে আসলো, তুমি বিয়ে করে ফেললা, এরপর জীবনটা শেষ হয়ে গেল…তার চেয়ে ভালো একসঙ্গে থেকে দেখো, সারাজীবন থাকতে পারবে নাকি। তারপর সিদ্ধান্ত নাও।’

Samsung S25 Ultra: 420MP ক্যামেরা ও 7700mAh ব্যাটারির সেরা স্মার্টফোন

এর খেসারতও দিতে হয়েছিল স্বাগতাকে। সহ্য করতে হয় সমালোচনা। প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয় তাকে।