চিড়িয়াখানার কর্মীকেই কামড়ে দিল বিশাল বড় কুমির, ভাইরাল ভিডিও

বিশাল বড় কুমির

আন্তর্জাতিক ডেস্ক : চিড়িয়াখানার রক্ষক শন লে ক্লাস শো দেখানোর জন্য একদল পর্যটকের সামনে একটি কুমিরের পিঠে বসে ছিলেন। হঠাৎই, হ্যানিবল নামের নীল নদের কুমিরটি তার উপর আক্রমণ করে। ঘটনার একটি ইউটিউব ভিডিয়ো খুব ভাইরাল হয়েছে।

বিশাল বড় কুমির

দক্ষিণ আফ্রিকার একটি বন্যপ্রাণী পার্কে ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল। লাইভ শো চলাকালীন ওই পার্কের এক কর্মচারীকে আক্রমণ করে একটি কুমির। গত ১০ ​​সেপ্টেম্বর কোয়াজুলু নাটাল প্রদেশের ক্রোকোডাইল ক্রিক খামারে ঘটে।

ওয়াইল্ড হার্ট ওয়াইল্ডলাইফ ফাউন্ডেশনের একটি ফেসবুক পোস্ট অনুসারে, চিড়িয়াখানার রক্ষক শন লে ক্লাস শো দেখানোর জন্য একদল পর্যটকের সামনে একটি কুমিরের পিঠে বসে ছিলেন। হঠাৎই, হ্যানিবল নামের নীল নদের কুমিরটি তার উপর আক্রমণ করে। ঘটনার একটি ইউটিউব ভিডিয়ো খুব ভাইরাল হয়েছে।

উল্লেখযোগ্যভাবে ৩০ বছরেরও বেশি সময় ধরে হ্যানিবালের যত্ন নিচ্ছেন শন লে ক্লাস, ওয়াইল্ড হার্ট ওয়াইল্ডলাইফ ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে। কুমিরকে নিয়ে খেলা দেখানোর সময় শনকে বলতে শোনা যায়, “এটি দক্ষিণ আফ্রিকার একমাত্র কুমির, যার পিঠে বসে কথা বলতে পারি।” হ্যানিবলের ৬৫ সেন্টিমিটার মাথার ৬০ সেমি কামড়ের জায়গাটি” দর্শকদের দেখান শন। ঠিক তখনই বিশাল কুমিরটি তার মাথা বিরাট ঘুরিয়ে ফের শনের উপরে আক্রমণ করে।

ডেইলি স্টারের একটি প্রতিবেদনে বলা হয়েছে, শনকে এর আগে আরও একটি কুমির কামড় দিয়েছিল, যার কারণে তার পায়ে ক্ষত হয়েছিল। ১১ মাসেরও বেশি সময় ধরে তিনি চলাফেরা করতে পারতেন না ওই কুমিরের আক্রমণে।

Shocking Moment Zookeeper Mauled by 16-Foot Monster Crocodile in Front of Panicked Crowd in S-Africa

ক্রোকোডাইল ক্রিকের একজন মুখপাত্র দ্য দক্ষিণ আফ্রিকান সংবাদপত্রকে বলেছেন, “শনের দুটি বড় দাঁতের ছিদ্র ছিল। কিন্তু শন নিজেই সেলাই করে 20 মিনিটের মধ্যে কাজে ফিরে এসেছে। এই প্রথমবারের মতো হ্যানিবল একজন হ্যান্ডলারকে কামড় দিয়েছে। এটি ঘটেছে কারণ এক মহিলা আবার হ্যানিবলের সামনে চলে এসেছিলেন। তাতেই সে কিছুটা ঘাবড়ে গিয়েছিল।”

বাড়ি থেকে ১৭ কোটি রুপি উদ্ধার, আমির খান গ্রেফতার

ওই মুখপাত্র আরও বলেছিলেন, “শনও মহিলাটিকে খেয়াল করেছিলেন। কিন্তু তাঁকে দূরে যেতে বলার আগেই হ্যানিবল এই অঘটন ঘটিয়ে দেয়। এখন হ্যানিবল যদি সত্যিই ভাল রকম ভাবে কামড় দিতে, তাহলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।”