আন্তর্জাতিক ডেস্ক : বিপন্ন প্রজাতির পশ্চিমা শিম্পাঞ্জিকে সংরক্ষণবাদীরা বলে থাকেন বিশ্বের বিরল শিম্পাঞ্জি। সেই শিম্পাঞ্জির বাচ্চা জন্ম নিয়েছে চিড়িয়াখানায়। বিবিসি জানিয়েছে, ইংল্যান্ডের ‘চেসটার জু’-তে রয়েছে সদ্য জন্ম নেওয়া শিম্পাঞ্জি। খবর বিবিসি’র।
চেস্টার চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে জন্ম নেওয়া শিম্পাজি সংখ্যায় নগণ্য হলেও বন্য প্রাণীটির ক্ষেত্রে এটি বড় ধরনের ঘটনা। কারণ, এই প্রজাতির শিম্পাঞ্জি বিলীন হওয়ার হুমকিতে রয়েছে।
জন্ম নেওয়া পুরুষ শিম্পাঞ্জিটির শারীরিক অবস্থা বেশ ভালো রয়েছে। মা এবং অন্য শিম্পাঞ্জিদের সঙ্গে তার ভালো সখ্য গড়ে উঠেছে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, চিড়িয়াখানার ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে কোনো রক বা পপ তারকার নামে শিম্পাঞ্জিটির নামকরণ করা হবে।
জন্ম নেওয়া শিম্পাঞ্জির সুরক্ষার জন্য করণীয় সব কিছু করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।