চিড়িয়াখানায় জন্ম নিল বিরল শিম্পাঞ্জির ছেলে

আন্তর্জাতিক ডেস্ক : বিপন্ন প্রজাতির পশ্চিমা শিম্পাঞ্জিকে সংরক্ষণবাদীরা বলে থাকেন বিশ্বের বিরল শিম্পাঞ্জি। সেই শিম্পাঞ্জির বাচ্চা জন্ম নিয়েছে চিড়িয়াখানায়। বিবিসি জানিয়েছে, ইংল্যান্ডের ‘চেসটার জু’-তে রয়েছে সদ্য জন্ম নেওয়া শিম্পাঞ্জি। খবর বিবিসি’র। চেস্টার চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে জন্ম নেওয়া শিম্পাজি সংখ্যায় নগণ্য হলেও বন্য প্রাণীটির ক্ষেত্রে এটি বড় ধরনের ঘটনা। কারণ, এই প্রজাতির শিম্পাঞ্জি বিলীন হওয়ার … Continue reading চিড়িয়াখানায় জন্ম নিল বিরল শিম্পাঞ্জির ছেলে