বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আপনি যদি এখন নতুন বাইক কেনার কথা ভাবেন তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। আপনি যদি এই শীতের মৌসুমে কোথাও বেড়াতে যাবার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটা দুর্দান্ত খবর।
কোথাও ট্যুর করতে যেতে হলে আমাদের সব থেকে আগে যে জিনিসটার কথা মনে পড়ে সেটা হল বাইক। আপনার কাছে যদি একটা ভালো বাইক থাকে তাহলে আপনি যেকোনো জায়গায় খুব সহজে চলে যেতে পারবেন। বারবার বাসের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না।
সম্প্রতি একটি নতুন শক্তিশালী বাইক বাজারে এসেছে যার সাথে আপনি পেয়ে যাবেন একটা দুর্দান্ত ইঞ্জিন এবং তার সাথেই থাকবে দারুন ডিজাইন। এই মোটরসাইকেলের চেহারাটি বেশ দর্শনীয় যা আপনাকে রীতিমতো পাগল করে দেবে। তাহলে চলুন এই নতুন বাইকের ব্যাপারে জেনে নেওয়া যাক
এই নতুন বাইকটি আসছে চীনা বাইক নির্মাতা কোম্পানি Jontes এর পক্ষ থেকে। কোম্পানিটি এই বাইকের নাম দিয়েছে ZT 703F। এই বাইকটি খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ করতে পারে বলে মনে করছেন অনেকে। এই বাইকটি আদতে একটি এডভেঞ্চার টুরিং মোটরসাইকেল এবং মূলত কোথাও যদি আপনি ঘুরতে যেতে চান অথবা পাহাড়ের দিকে বাইক চালাতে চান তাহলে সেক্ষেত্রে এই বাইকটা আপনাকে দারুন সাপোর্ট দেবে।
সাধারণ রাস্তায় আপনি অবশ্যই এই বাইকটি চালাতে পারেন, তবে পাহাড়ের রাস্তায় ঘুরতে যেতে হলে এরকম ধরনের বাইক আপনার প্রয়োজন হয়।
এই বাইকের সব থেকে বড় বৈশিষ্ট্য হলো সম্পূর্ণ নতুন চেসিসের উপর ভিত্তি করে এবং একটি নতুন ইঞ্জিন দিয়ে এই বাইকটি লঞ্চ করা হয়েছে। আগামী বছরের শেষের দিকে এই মোটরসাইকেলটি ভারতের বাজারে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
ফিচার এবং ইঞ্জিন এর ব্যাপারে বলতে গেলে এই নতুন বাইকে থাকবে একটি ৬৯৯সিসি থ্রি সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনটি ৭২০০ আরপিএম গতিতে ৮৫ নিউটন মিটার টর্ক তৈরি করে। অন্যদিকে ৯০০০ আরপিএম গতিতে ১০০ হর্সপাওয়ার শক্তি তৈরি করে। ফিচারের কথা বলতে গেলে এই বাইকে আপনি পেয়ে যাবেন এলইডি লাইট সেটআপ এবং টুইন এক্সজস্ট পাইপ।
এছাড়াও থাকবে একটা বড় ক্রাশ গার্ড, প্যানিয়ার স্টে, বড় উইন্ড স্ক্রীন এবং আরো বেশ কিছু ফিচার। এই বাইকে সামনে ২১ ইঞ্চি এবং পিছনে ১৮ ইঞ্চির স্পোক হুইল থাকবে। বাইকটি দেখতেও হবে একেবারে স্পোর্টস বাইকের মতো দুর্দান্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।