আন্তর্জাতিক ডেস্ক : মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের হাতে এবার দেখা মিলল ৭ কোটি টাকারও বেশি মূল্যের একটি বিলাসবহুল ঘড়ির। বিশ্বের সবচেয়ে পাতলা যান্ত্রিক ঘড়ি হলো এই বুলগারি অক্টো ফিনিসিমো আল্ট্রা। ঘড়িটির পুরত্ব ১ দশমিক ৭ মিলিমিটার।
সংবাদমাধ্যম বলছে, খুবই সীমিত সংস্করণ হয়েছে ঘড়িটির। তৈরি হয়েছে মাত্র ২০টি ইউনিট। বুলগারির নিপুণ কারুকাজ ঘড়ির নকশায় স্পষ্ট। ১৭০টি পৃথক উপাদান রয়েছে। প্রযুক্তির সমন্বয়ে ডেটামেট্রিক্সের সহায়তায় এতে দেখা যাবে ছবি, ভিডিও ও অন্যান্য ডাটাও।
অবশ্য বিলাসবহুল পণ্য ব্যবহারে এবারই প্রথম আলোচনায় আসেননি জাকারবার্গ। প্রায়ই তার ব্যবহার করা জিনিস খবরের শিরোনাম হয়। গত অক্টোবরেই নিজে নকশা করে স্ত্রী প্রিসিলাকে গাড়ি উপহার দেন তিনি। স্ত্রী প্রিসিলা চ্যানের জন্য জাকারবার্গের নকশায় তৈরি করা গাড়িটির নাম পোরশে কেয়েন টার্বো জিটি মিনিভ্যান।
প্রতিবেদনে জানানো হয়, বিলাসবহুল ঘড়ির জগতে জনপ্রিয় নাম বুলগারি অক্টো ফিনিসিমো আল্ট্রা। ‘লালমা থ্রি পয়েন্ট থ্রি’ এর আনুষ্ঠানিক ঘোষণার সময় বিশ্বের সবচেয়ে পাতলা যান্ত্রিক টাইমপিস দিয়ে বানানো ঘড়িটি নজর কাড়ে সবার। ঘড়িটির একটি সুইস অফিসিয়াল ক্রোনোমিটার টেস্টিং ইনস্টিটিউট সার্টিফিকেশনও রয়েছে।
মাত্র কয়েক মাস আগে বিশ্বের অন্যতম ধনী জুকারবার্গকে একটি ইভেন্টে আরেকটি দুর্লভ টাইমপিস পরতে দেখা গিয়েছিল। ওই ঘড়ির দাম ছিল আড়াই কোটি টাকার ওপরে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।