বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমের তালিকায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম ফেসবুক। আজ থেকে ২০ বছর আগে ফেসবুক যাত্রা শুরু করে। প্রথমে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল ফেসবুক ব্যবহার। পরে নির্দিষ্ট কয়েকটি কলেজ এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত সম্প্রসারিত হয়। আরও পরে এটি সব বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল এবং ১৩ বছর বা ততোধিক বয়সীদের জন্য উন্মুক্ত করা হয়। মাসিক তিন বিলিয়ন সক্রিয় ব্যবহারকারী নিয়ে ফেসবুক এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।
২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ‘দ্য ফেসবুক’ নামে এই সোশ্যাল নেটওয়ার্ক চালু করেন ১৯ বছর বয়সী মার্ক জাকারবার্গ ও তাঁর কলেজের রুমমেটরা। সে হিসেবে গতকাল ছিল ফেসবুকের জন্মদিন। এ উপলক্ষে জাকারবার্গ উচ্ছ্বাস ও শুভ কামনা জানানো পোস্ট আপলোড করেন নিজের প্রোফাইলে। সেখানে ২০ বছর আগের তাঁর ফেসবুক অ্যাকাউন্টের একটি ছবিও শেয়ার করেন।
যারা ২০০৪ থেকে ২০১১ সালের মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন তাদের কাছে বিষয়টি নতুন নয়। তবে ২০১২ সালে বা এর পর থেকে যারা ফেসবুকে যুক্ত হয়েছেন তাঁরা হয়তো আগের ফেসবুক দেখে অবাকই হবেন। শুরুতে ফেসবুকে কেবল নিজের সম্পর্কে কিছু তথ্য আর বন্ধু বানানোর অপশন ছিল। মোটে একটি ছবি আপলোড করা যেত প্রোফাইল পিকচার হিসেবে। পরবর্তীতে ইচ্ছেমতো ছবি ও বন্ধুদের ট্যাগের অপশন যুক্ত হয়। প্ল্যাটফর্মটিতে নিউজ ফিড কিংবা টাইমলাইন বলে কিছু ছিল না সে সময়। আর লাইভ করার বিষয়টি হয়তো অনেকের ভাবনাতেও আসেনি।
তা সত্ত্বেও প্রতিষ্ঠার প্রথম বছর ফেসবুক এক মিলিয়ন বা ১০ লাখ ব্যবহারকারী পায়। ২০০৫ সালের আগস্টে প্ল্যাটফর্মটির নামকরণ করা হয় ফেসবুকডটকম। ২০০৬ সালের শেষে ১৩ বছরের বেশি যে কেউই প্ল্যাটফর্মটিতে যোগ দেওয়ার সুযোগ পায়। ২০০৬ থেকে ২০০৭ সালে ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫০ মিলিয়নে। আর ২০০৮ সালের শেষে তা দ্বিগুণ বেড়ে ১০০ মিলিয়নে পৌঁছে। ২০১২ সালে ফেসবুকের ব্যবহারকারী হয় এক বিলিয়ন বা ১০০ কোটি।
২০২১ সালের ২৯ অক্টোবর জাকারবার্গ ফেসবুককে নতুন করে পরিচয় করে দেন। এর মূল কোম্পানির নাম হয় মেটা প্ল্যাটফর্মস, ইনকরপোরেটেড। এর মালিয়কানায় রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, থ্রেডস এবং অন্যান্য সেবা। মার্ক জাকারবার্গের মেটার মূল্যমান এখন ১ লাখ ২০ হাজার কোটি মার্কিন ডলার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।