ZV-E1: ভিডিওগ্রাফির জন্য সনির ফিচারে ঠাসা ক্যামেরা ডিভাইস

ZV-E1

সনি ZV-E1 হলো ভ্লগিং কেন্দ্রিক ক্যামেরা যেখানে ১২ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হয়েছে। ফোরকে রেজুলেশন বজায় রেখে আপনি ভিডিওগ্রাফি করতে পারবেন। সনির এই ক্যামেরায় কিছু স্বয়ংক্রিয় মোড যোগ করা হয়েছে যার মাধ্যমে আপনি সহজেই ভিডিওগ্রাফি করতে পারবেন।

ZV-E1

আপনার ভিডিও যেন সিনেমাটিক লুকের মত মনে হয় সেজন্য ’Product Showcase’ এবং ’CineVlog’ ব্যবহার করতে পারেন। ক্যামেরার আউটপুট হিসেবে আপনি বেস্ট কোয়ালিট পেয়ে যাবেন এবং তার জন্য আপনার খুব বেশি পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।

ক্যামেরাটির কিছু গুরুত্বপূর্ণ ফিচার

  • ক্রপ করা ব্যতীত ৬০ এফপিএস বজায় রাখতে পারবেন।
  • ১০৮০পি রেজুলেশনে ১২০ ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শ্যুট করতে পারবেন।
  • ফাইভ এক্সিস ইমেজ স্ট্যাবেলাইজেশন।
  • ফোরকে রেজুলেশন এবং ৩০ ফ্রেম পার সেকেন্ড গতিতে আনলিমিটেড সময় পর্যন্ত ভিডিও করা যাবে।
  • ১০৮০পি রেজুলেশনে ১২০ ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শ্যুট করতে পারবেন।
  • মাইক্রো এইচডিএমআই স্লট দেওয়া হয়েছে।
  • ব্যাটারিসহ ডিভাইসের ওজন ৪৮৩ গ্রাম।

ক্যামরাতে বিভিন্ন ধরনের ইমেজ স্ট্যাবেলাইজেশন মোড থাকে। উদাহরণ হিসেবে ডাইনামিক একটিভ মোডের কথা বলা যেতে পারে। ডিজিটাল স্ট্যাবেলাইজেশন ফিচারের মাধ্যমে ক্যারেক্টারের মুভমেন্ট অ্যাকুরেট করা হয়ে থাকে।

হাই কোয়ালিটি সম্পন্ন ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য এই ক্যামেরাটি উপযুক্ত। মেকানিক্যাল শাটার ও ফুল সাইজের এইচডিএমআই এর মত গুরুত্বপূর্ণ ফিচার এখানে আপনি পাবেন না।

এটির সাইজ কমপ্যাক্ট হওয়ার কারণে যে কোন স্থানে সহজে নিয়ে যেতে পারবেন। তবে লম্বা সময় ধরে ভিডিও রেকর্ড করার ক্ষেত্রে এটি সক্ষমতার সামান্য ঘাটতি রয়েছে।

ZV-E1

ক্যামেরার প্রিপ এবং বাটন পজিশন নিয়ে কোন সমস্যা নেই। ক্যামেরার সাথে উইন্ড ব্লকিং এটাচমেন্ট যোগ করা হয়েছে। একবার চার্জ দেওয়া হয়ে গেলে প্রত্যেক চার্জের বিনিময়ে ৫৭০ টি শট নিতে পারবেন।

সনির সবথেকে বড় জেড টাইপের ব্যাটারিটি এখানে যোগ করা হয়েছে। ইউএসবি সিস্টেমের মাধ্যমে ক্যামেরা দিয়ে চার্জ করতে পারবেন। অতিরিক্ত সফটওয়্যার ইনস্টল করা ব্যতীত ইউএসবি সিস্টেমের মাধ্যমে কম্পিউটারের সাথে সংযুক্ত করতে পারবেন।

ইউটিউব এবং টিকটকে যারা ভিডিও আপলোড করেন তাদের জন্য সনির ক্যামেরা বেশ সহায়ক হবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয়টি হচ্ছে, আপনি ভিডিওগ্রাফিকে পেশাদারিত্বের সাথে ব্যবহার করতে চাইছেন তবে টেকনিক্যাল বিষয় সম্পর্কে তেমন পরিচিত নন। এ ক্যামেরাটি টেকনিক্যাল বিষয়ে তেমন ধারণা না থাকলেও সহজে ব্যবহার করা যাবে। ১ লাখ ৮০ হাজার রূপি ও ২ লাখ ৩০ হাজার টাকায় ডিভাইসটি ক্রয় করা যাবে।