এক দশকের বেশি সময় ধরে মিররলেস ক্যামেরা তৈরি করার ক্ষেত্রে সনি শীর্ষস্থান দখল করে আছে। সনি নতুন প্রযুক্তির ক্যামেরা সবার সামনে উন্মোচন করতে সক্ষম হয়েছে। আজকের আর্টিকেল সনির নতুন ক্যামেরা ZV-E1 এর ফিচার নিয়ে বিস্তারিত আলোচনা কর হবে।
আপনার যদি ভ্লগিং করার জন্য দুর্দান্ত ক্যামেরা দরকার হয় তাহলে সনির ZV-E1 ক্যামেরাটি বেস্ট অপশন হবে। রেকর্ড করার জন্য এবং উন্নত কোয়ালিটির মাইক্রোফোন দরকার হলে এই ডিভাইসটি ভালো পারফর্ম করতে পারবে। হেডফোন জ্যাক ব্যবহার করার সুযোগ রয়েছে। পাশাপাশি এ ডিভাইসে ভিউ ফাইন্ডারের অপশনও দেওয়া হয়েছে।
সহজে বহন করা যায় এরকম ক্যামেরা দরকার হলে সনির ZV-E1 ডিভাইসটিক চয়েস করতে পারেন। এ ক্যামেরায় উন্নত কোয়ালিটির জুম লেন্স ব্যবহার করা হয়েছে। তবে ক্যামেরাটির ব্যাটারি লাইফ আরও টেকসই হতে পারতো। পাশাপাশি রের্কডিং করার সময় ব্যাটারি গরম হয়ে যেতে পারে।
সনি এ বিশেষ ক্যামেরাটি ভিডিও কনটেন্ট ক্রিয়েটরদের জন্যই বাজারে নিয়ে আসছে। এই ডিভাইসের স্টেবিলাইজেশন সিস্টেমে ইমপ্রুভমেন্ট আনা হয়েছে। বিল্ট-ইন মাইকের কোয়ালিটিও উন্নত করা হয়েছে।
আপনি ফিল্ম বানাতে চাইলে এখানে বিভিন্ন মোড যোগ করা হয়েছে। ফোরকে রেজুলেশন বজায় রেখে আপনি ভিডিওগ্রাফি করতে পারবেন। এটির সাইজ বেশ কমপ্যাক্ট হওয়ায় সহজে বহন করতে পারবেন।
একটি সিঙ্গেল কার্ড ব্যবহার করতে পারবেন এবং একটি মাইক্রো এইচডিএমআই পোর্ট ডিভাইসে যোগ করা হয়েছে। এ বছরের মে মাসে ক্যামেরাটি মার্কেটে চলে আসবে। ৭৫০ ডলারের মধ্যে ক্যামেরাটি আপনি ক্রয় করতে পারবেন। বাংলাদেশের মুদ্রায় এটার দাম হতে পারে ৮০ হাজার টাকা।
এ ডিভাইসে ১২ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর বসানো হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের উপর ভিত্তি করে ভ্লগারদের জন্য গুরুত্বপূর্ণ ফিল্মিং মোড যোগ করা হয়েছে নতুন ক্যামেরায়।
সত্যি বলতেই মূলত ভিডিওগ্রাফারদের টার্গেট করেই এই ক্যামেরাটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। তবে আপনি চাইলে এটা দিয়ে ফটো ক্যাপচার করতে পারবেন। লেন্সের মধ্যে একাধিক ব্যক্তির চেহারা শনাক্ত করার সক্ষমতা ভালোভাবে রয়েছে ক্যামেরাটির।
এই ডিভাইসে অটো ফ্রেমিং মোড দুর্দান্ত কাজ করে। তবে ভার্টিকেল ক্রপ অপশনটি যোগ করার দরকার ছিল। আপনি যদি ভিডিওগ্রাফি করার জন্য নতুন ক্যামেরা ক্রয় করতে চান তাহলে এই মুহূর্তে এটি বেস্ট অপশন হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।