লকডাউনের সময় বাড়ানো হয়েছে অকল্যান্ডে

আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে লকডাউনের সময় অন্তত আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন সোমবার এ ঘোষণা দেন।

তিনি বলেন, আরো কিছু লোক করোনায় আক্রান্ত হওয়ায় নগরীর ২০ লাখ বাসিন্দাকে ঘরে থাকার আদেশ পালন করতে হবে।

তীব্র সংক্রামক করোনার ডেল্টা ধরন কমিউনিটি পর্যায়ে ছড়িয়ে পড়ায় নিউজিল্যান্ডে গত ১৭ আগস্ট দেশজুড়ে লকডাউন জারি করা হয়। কিন্তু গত সপ্তাহে ঘরে থাকার আদেশ তুলে নেয়া হলেও অকল্যান্ডে তা জারি থাকে।

আগামী ২১ সেপ্টেম্বরের আগে এ আদেশ তুলে নেয়ার সম্ভাবনাও আরডার্ন নাকচ করে দেন।

উল্লেখ্য, সোমবার অকল্যান্ডে নতুন করে ৩৩টি কমিউনিটি সংক্রমণ রেকর্ড করা হয়।

এ কারনে অতি দ্রুত নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারে আরডার্ন সতর্ক বলে তিনি উল্লেখ করেন। সূত্র: বাসস