জুমবাংলা ডেস্ক : ‘চলো খেলি’ নামে একটি ক্রীড়া প্রতিষ্ঠান অক্টোবরে স্বাধীন বাংলা ফুটবল দলকে সংবর্ধনা দেবে। ওই অনুষ্ঠানে যোগ দিতে পেলে ঢাকায় আসছেন বলে দাবি করছে সংগঠনটি। তবে সংগঠনটির এ দাবি নাকচ করে দিয়েছেন এই ফুটবল কিংবদন্তির প্রতিনিধি।
পেলের ম্যানেজার জো ফ্রাগা বলেন, অক্টোবরে পেলে কলকাতা ও দুবাই সফরে যাচ্ছেন, বাংলাদেশ সফরের কোনো কর্মসূচি নেই।
বাংলাদেশে যাওয়ার খবর ইতোমধ্যে প্রকাশ হওয়ায় কোনো বিবৃতি দেবেন কি না- জানতে চাইলে বলেন, পেলেকে নিয়ে এই ধরনের উড়ো খবর বিশ্বজুড়েই আসে, তারা সেগুলো আমলে নেন না।
ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলের ইন্টেলেকচুয়াল প্রপার্টির হোল্ডিং কোম্পানি ‘স্পোর্ট টেন আইপি’র প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন ফ্রাগা। কানাডা প্রবাসী বাংলাদেশি সাইফুল আমিন ভূইয়া হলেন এর বাংলাদেশ এজেন্ট এবং ‘পেলে আর্থ কাপ’ এর বিশেষ প্রতিনিধি।
সাইফুল আমিন বলেন, অক্টোবরে পেলের বাংলাদেশে যাওয়ার খবরের বিষয়ে আমি কিছুই জানি না। এই খবরটি ভুয়া।
তিনি বলেন, পেলে ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো একটি ভিডিও বার্তায় বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। তবে সফরের কোনো বিষয় চূড়ান্ত হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।