বলিউডের ‘খিলাড়ি’খ্যাত অভিনেতা অক্ষয় কুমার সম্প্রতি এক অদ্ভুত ফ্যাশন লুকে ধরা দিয়েছেন পাপারাজ্জিদের ক্যামেরায়। চোখে রোদচশমা, গায়ে কালো টি-শার্ট, পায়ে স্যান্ডেল আর পরনে ঢিলেঢালা প্রিন্টেড প্যান্ট—এমন সাজেই মাইক্রোবাস থেকে নামেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তার সেই লুকের ভিডিও মুহূর্তেই ভাইরাল হলে শুরু হয় জোর আলোচনা-সমালোচনা। অনেকে রসিকতা করে বলছেন, অক্ষয় কুমার নাকি স্ত্রীর পালাজ্জো পরে ফেলেছেন!
অক্ষয় কুমারের ফ্যাশন সেন্স নিয়ে নেটিজেনরা নানাভাবে কাটাছেঁড়া করছেন। অনেকে রসিকতাও করছেন। পরী নামে এক নারী লেখেন, “আমি আমার পালাজ্জো খুঁজে পাচ্ছি না। ঠিক এটার মতোই।” পরীকে উদ্দেশ্য করে একজন লেখেন, “মেয়েরা ছেলেদের প্যান্ট পরতে পারবে। কিন্তু ছেলেরা পালাজ্জো পরতে পারবে না!”
কবিতা নামে একজন লেখেন, “টুইঙ্কেল ম্যামের পালাজ্জো পরেই চলে আসছেন।” অন্য একজন লেখেন, “মনে হচ্ছে, ভুল করে সে তার স্ত্রীরটা পরে ফেলেছে।” একজন লেখেন, “খিলাড়ি’ এখন পালাজ্জো পরা শুরু করেছেন।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে। তবে এ নিয়ে এখনো কোনো বক্তব্য দেননি অক্ষয় কুমার।
ভারতীয় গণমাধ্যম অক্ষয় কুমারের এই ফ্যাশন বিশ্লেষণ করেছে। সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে জানিয়েছে, অক্ষয় কুমারের এই লুকে যে জিনিসটা সবচেয়ে বেশি নজর কেড়েছে, তা হলো তার প্রিন্টেড প্যান্ট। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো—এর কোনো অর্থই পাওয়া যাচ্ছে না। দূর থেকে এটি দেখে মনে হয়, গোয়ার কোনো রাস্তা থেকে কেনা; যা অক্ষয়ের সঙ্গে একেবারেই মানানসই নয়।
মাত্র ৭০ লাখ বাজেট, আয় ৭৫ কোটি: ইতিহাস গড়েছিল ‘মুংগারু মালে’
প্যান্টটিতে এলোমেলো মোটিফ, অদ্ভুত নকশা আর এমন এক রঙের সংমিশ্রণ, যার কোনো অর্থ খুঁজে পাওয়া যায় না। এই প্যান্টের পরিবর্তে সাধারণ কিছু ফিটেড জগার্স পরতে পারতেন তিনি, তাহলে হয়তো সেই স্টাইলিশ সুপারস্টারের ইমেজ পাওয়া যেত। আর যদি প্রিন্ট রাখতে চাইতেনই, তাহলে অন্তত রং মিলিয়ে একটি শার্ট পরা যেত। সঙ্গে ক্লিন স্নিকার্স হলে পুরো লুকটাই গোছানো দেখাত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।