আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের প্রখ্যাত বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডের চ্যান্সেলর পদে আবেদন করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কারাবন্দী এই নেতা সম্প্রতি এই পদে আবেদন করেছেন। এই তথ্য নিশ্চিত করেছে তাঁর দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
বার্তা সংস্থা এএফপি বলছে, ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। গত বছরের ৯ মে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও বেশকিছু মামলা হয়েছে। তবে, এসব মামলা উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন এই নেতা।
এরই মধ্যে জানা গেল প্রখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে আবেদন করেছেন ইমরান খান। তাঁর রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লন্ডনভিত্তিক মুখপাত্র সৈয়দ জুলফিকার বুখারি বলেন, ‘ইমরান খান আগেই এ ব্যাপারে খোঁজখবর করতে বলেন। সে অনুযায়ী আবেদন জমা দেওয়া হয়েছে। এবার সেটি পর্যালোচনা করা হবে।’
সৈয়দ জুলফিকার বুখারি বলেন, ‘এটি একটি আনুষ্ঠানিক পোস্ট। কিন্তু অত্যন্ত মর্যাদাসম্পন্ন ও গুরুত্বপূর্ণ। আর ইমরান খান জনপ্রিয় একজন নেতা। তাঁকে সবাই চেনে। এই পদে তাঁকে দেখতে আমি মুখিয়ে আছি।’
সম্প্রতি ব্রিটেনের বিরোধী দল কনজারভেটিভ পার্টি তথা টোরি পার্টির সাবেক চেয়ারম্যান ও হংকংয়ের সাবেক গভর্নর ৮০ বছর বয়স্ক ক্রিস প্যাটেন অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর পদ ছেড়ে দেন। তিনি প্রায় ২১ বছর চ্যান্সেলরের দায়িত্ব পালন করেছেন।
নিয়ম অনুসারে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নির্বাচনের সময় এই শিক্ষাপ্রতিষ্ঠানের গ্র্যাজুয়েটদের সশরীরে উপস্থিত থাকতে হয়। তবে এবার সেই প্রথা ভেঙে অনলাইনে ভোট হবে।
ইমরান খান অক্সফোর্ড থেকে অর্থনীতি বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) দলের নেতা জুলফিকার বুখারি এক্সে এক পোস্টে বলেছেন, ‘ইমরান খানের নির্দেশ অনুযায়ী, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের চ্যান্সেলর নির্বাচনে তাঁর আবেদনপত্র জমা দেওয়া হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।