আন্তর্জাতিক ডেস্ক: করোনাসঙ্কটে জর্জরিত অবস্থার মধ্যেও ‘অগ্নি প্রাইম’ পারমাণবিক মিসাইলের সফল উৎক্ষেপণ করেছে ভারত। আর এতে চাপের মুখে পড়েছে সীমান্তে ‘আগ্রাসী ভূমিকায়’ থাকা চীন-পাকিস্তান। খবর জিনিউজের।
সূত্রের খবর, সোমবার সকাল ১০টা বেজে ৫৫ মিনিটে ওড়িশার উপকূল থেকে পরীক্ষামূলকভাবে ‘অগ্নি প্রাইম’ ক্ষেপণাস্ত্রটির সফল উৎক্ষেপণ হয়।
অগ্নি প্রাইম মিসাইলের প্রস্তুতকারক সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠন জানায়, প্রথম ধাপে সব পরীক্ষায় সফল হয়েছে এই মিসাইল। আগামিদিনে ভারতীয় সেনার ভিত মজবুত করতে বড় ভূমিকা নেবে দ্বিস্তরীয় সলিড প্রপেল্যান্ট বিশিষ্ট নয়া এই ব্রহ্মাস্ত্র।
১ থেকে ২ হাজার কিলোমিটার পর্যন্ত যেকোনও পারমাণবিক মিসাইলকে জোর টক্কর দিতে সক্ষম অগ্নি প্রাইম। একসঙ্গে রাস্তা-রেল মোবাইল লঞ্চার থেকে নিক্ষেপ করা যায়। হালকা ওজন হওয়ায় এটি বহনে ভারী যানের প্রয়োজনও পড়ে না বলেই জানিয়েছে সংস্থা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


