Advertisement
প্রশ্ন : আমাদের এলাকায় প্রচলিত আছে, গরিব কৃষকরা যে মৌসুমে তাঁদের অভাব থাকে, তাঁরা ধনী চাষিদের থেকে অগ্রিম টাকা এই শর্তে নেন যে আগামী ধান কাটার মৌসুমে তাঁর ধান বিঘাপ্রতি ৩০০ টাকা করে কেটে দেবেন। যে সময় প্রতি বিঘা ধান কাটার পারিশ্রমিক থাকে ৫০০ টাকা। এ পদ্ধতি ইসলামতসম্মত কি?
-ফয়সাল আহমেদ, মিরপুর, ঢাকা
উত্তর : উল্লিখিত পদ্ধতিতে পারিশ্রমিক অগ্রিম প্রদান করতে ইসলামের কোনো আপত্তি নেই। (মাবসুতুস সারাখসি : ১৫/১০৮, আল ফাতাওয়াস সিরাজিয়া : ১১৩)
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.