জুমবাংলা ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গার শাহাদাৎ মুন্সী (১৫) নামের এক অটোচালককে গলায় গামছা পেঁচিয়ে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। সোমবার ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষনা করেন।
সাজাপ্রাপ্ত তিন ব্যক্তি হলেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চৌধুরীকান্দা সদরদী এলাকার ওহাব শেখের ছেলে আয়নাল শেখ, একই এলাকার তৈয়ব মুন্সীর ছেলে স্বপন মুন্সী ও ওই এলাকার বাকী মাতুব্বরের ছেলে আলামিন মাতুব্বর। আসামি আয়নাল শেখ ও স্বপন মুন্সী রায় দেওয়ার সময় আদালতে উপস্থিত থাকলেও আলামিন মাতুব্বর পলাতক ছিল।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১২ জানুয়ারী সন্ধ্যায় জেলার ভাঙ্গা উপজেলার কাপুড়িয়া সদরদী এলাকার বেলায়েত মুন্সীর ছেলে শাহাদাৎ মুন্সী ভাড়ায় অটো নিয়ে বের হন। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। নিখোঁজের একদিন পর পাশ্ববর্তী নগরকান্দা উপজেলার বাসাগাড়ী এলাকায় গলায় গামছা পেঁচানো শাহাদতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শাহাদতের ভাই আবু সাঈদ বাদী হয়ে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
অভিযান নিয়ে কারও গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।