আন্তর্জাতিক ডেস্ক : অতিরিক্ত ওজনের কারণে বিমানের বিজনেস ক্লাসে ওই নারীদের প্রবেশ করতে দেয়া হয়নি বলে স্বীকার করে থাই এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এ ঘটনায় মূলধারার গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার ঝড় বইছে। ইয়ন, ডেইলি মেইল
প্রতিবেদনে বলা হয়, ৫৯ বছর বয়সী নিউজিল্যান্ডের এক নারী তার দুই সন্তান নিয়ে ব্যাংকক থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ডগামী বিমানের টিকিট কেটেছিলেন, কিন্তু ফ্লাইটের ঠিক আগ মুহুর্তেই এমন ঘটনা ঘটে। থাই এয়ারওয়েজ বছরখানেক আগেও এমন ঘটনার জন্য খবরের শিরোনাম হয়েছিলো।
বিতর্কের পর এয়ারওয়েজ কর্তৃপক্ষ আত্মপক্ষ সমর্থন করে জানায়, তাদের দুটি উড়োজাহাজ বোয়িং ৭৮৭-৯ এ ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা আছে। একটি নির্দিষ্ট মাপের বাইরে অতিরিক্ত স্থূল কোমরের কেউ এই বিমানগুলোতে চড়তে পারবে না এবং বিজনেস ক্লাসের কোনো যাত্রী শিশুদের বহন করতে পারবে না।
তারা দাবি করে, বিমানের গঠনগত সীমাবদ্ধতার জন্যই কর্তৃপক্ষ এমন বিধি-নিষেধ আরোপে বাধ্য হয়েছে। তারা দাবি করে, মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের নীতিমালা অনুযায়ী সেফটি বেল্টগুলো সংযোজন করা হয়েছে। যার ফলে যাদের কোমরের মাপ ৫৬ ইঞ্চির বেশি তারা এই বিমানে চড়তে পারবেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


